For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালেও ঋষভ পন্থের উপর আস্থা দ্রাবিড়ের, অ্যাডিলেডে একাদশে ফের কোন পরিবর্তন?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ভারত খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। নক আউট পর্বে ভারতের একাদশে রদবদলের ইঙ্গিত দিয়ে রাখলেন খোদ হেড কোচ রাহুল দ্রাবিড়। গতকাল জিম্বাবোয়ে ম্যাচে দীনেশ কার্তিকের জায়গায় দলে ঢুকে ঋষভ পন্থ ব্যর্থ। তবু তাঁর উপরই আস্থা রাখার বার্তা দেন দ্রাবিড়।

কার্তিক আউট, পন্থ ইন

চলতি টি ২০ বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটি দীনেশ কার্তিক খেলে ফেলেছেন বলেই মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বোলিং সহায়ক উইকেটে ডিকে সফল হতে পারেননি। তবে পন্থ কালই চলতি টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেললেন। সাজঘরে ফেলেন ৫ বলে ৩ রান করে। জিম্বাবোয়েকে ৭১ রানে হারিয়ে গ্রুপশীর্ষে থেকে ভারত শেষ চারে জায়গা করার পর হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, একটি ম্যাচ দেখেই কাউকে বিচার করা উচিত নয়। আমরা কাউকে খেলানো বা না খেলানোর ক্ষেত্রে সেটাই বিশ্বাস করি।

ঋষভে আস্থা দ্রাবিড়ের

ঋষভে আস্থা দ্রাবিড়ের

ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদের বিরুদ্ধে পন্থ কার্যকরী হতে পারেন বলেই মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ইঙ্গিত দিয়ে দ্রাবিড় বলেন, কাউকে খেলানোর বিষয়টি নির্ভর করে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের নিরিখে। প্রতিপক্ষ দলের কোন বোলারের বিরুদ্ধে কাকে খেলালে তাঁর দক্ষতা দলের ক্ষেত্রে ইতিবাচক হবে সেটা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে অনেক কিছু নিয়ে আলোচনা করেই দল চূড়ান্ত করা হয়ে থাকে। আমরা কেউই ঋষভের উপর আস্থা হারাইনি। দলের ১৫ জন ক্রিকেটারের উপরই আমাদের আস্থা রয়েছে। ১১ জন ক্রিকেটারই খেলতে পারেন, সেটা নির্ভর করে কম্বিনেশনের উপরেই। বিশ্বকাপের দলে যাঁরা রয়েছেন তাঁদের প্রতি আস্থা রয়েছে বলেই তাঁদের দলে রাখা হয়েছে। যে কোনও সময় যে কেউ প্রথম একাদশে চলে আসতে পারেন। একাদশের বাইরে কাউকে রাখতেই হয়। অনেকে সুযোগ নাও পেতে পারেন। তবে ঋষভ দলের সঙ্গেই রয়েছেন। নেটে প্রচুর সময় কাটাচ্ছেন, শট খেলছেন, ফিল্ডিং ও কিপিং প্র্যাকটিস করে নিজেকে তৈরি রাখছেন। রবিবার সুযোগ থাকাতেই তাঁকে দলে রাখা হয়েছিল।

বৈচিত্র্যের কথা মাথায় রেখে একাদশ

সিন উইলিয়ামসের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে পন্থ আউট হয়েছেন। যে ইচ্ছাশক্তি নিয়ে পন্থ নেমেছিলেন তাতে সন্তুষ্ট ভারতীয় দলের হেড কোচ। তাঁর কথায়, এই ম্যাচে পন্থের কৌশল কাজে লাগেনি। তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই। সেরা শটই পন্থ খেলতে গিয়েছিলেন। বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে তাঁর আগ্রাসী ব্যাটিং জরুরি ছিল। কোনওদিন সেই কৌশল সফল হয়, কোনওদিন না-ই হতে পারে। পন্থ থাকলে দলগত শক্তির বৈচিত্র্যও যে বাড়ে সে কথা মেনে নিয়েছেন দ্রাবিড়। তিনি ফের স্পষ্ট করে দিয়েছেন, সকলের কথাই বিবেচনা করা হয়। শেষ অবধি সিদ্ধান্ত নেওয়া হয় দলের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই।

দলে আসতে পারেন চাহাল

অক্ষর প্যাটেল জিম্বাবোয়ে ম্যাচে হতাশ করেছেন। ফলে ইংল্যান্ড ম্যাচে যুজবেন্দ্র চাহালকে দলে ফেরানোর দাবি তুলছেন অনেকে। এই প্রসঙ্গে রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের চোখে ১৫ জন ক্রিকেটারই সমান। যে কোনও ক্রিকেটারই একাদশে আসতে পারেন। আমাদের দল যা রয়েছে তাতে একাদশ কখনও দুর্বল মনে হবে না। অ্যাডিলেডে পাকিস্তান-বাংলাদেশ ম্য়াচে স্পিনাররা ফায়দা আদায় করেছেন উইকেট থেকে। সেটা নজর এড়ায়নি দ্রাবিড়ের। তবে এখনই প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনি বলেন, অ্যাডিলেডে গিয়ে সেখানকার উইকেট দেখতে হবে আগে। বাংলাদেশের বিরুদ্ধে আমাদের ম্যাচে সেখানে বল ঘোরেনি। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের উইকেট স্লো বলেই মনে হয়েছে, বল ঘুরেছে। আমাদের নতুন উইকেটেও খেলতে হতে পারে। তবে উইকেট স্লো ও স্পিন সহায়ক হলে সেইমতোই দল গড়তে হবে।

English summary
T20 World Cup 2022: Rahul Dravid Hinted That Rishabh Pant Could Start Against England In Adelaide. Yuzvendra Chahal Also May Be Included In The Starting XI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X