For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে যেতে ভারতের দিকে তাকিয়ে পাকিস্তান! কোন সমীকরণে শেষ চারে বাবররা?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের পর ক্রিকেটপ্রেমীরা আশা করছিলেন ফাইনালেও ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার। যদিও ভারতের কাছে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার মধ্যেই গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে পরাস্ত হয়ে বাবর আজমদের কাজ অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। যদিও এখনও শেষ চারে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়নি পাকিস্তানের সামনে।

চাপে পাকিস্তান

জিম্বাবোয়ের কাছে অপ্রত্যাশিতভাবে ১ রানে হেরে বেকায়দায় পড়ে গিয়েছে পাকিস্তান। আর তিনটি ম্যাচ বাকি। রবিবার পারথে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ৩ নভেম্বর পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে সিডনিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ডাচদের হারাতে পারলে এই ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হতে পারে। ৬ নভেম্বর অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে নামবে পাকিস্তান। পাকিস্তান যদি এই তিনটি ম্যাচের কোনও একটিতে হেরে যায় তাহলে তাদের দেশে ফেরার টিকিট কনফার্ম হয়ে যাবে।

কে কোথায় দাঁড়িয়ে?

কে কোথায় দাঁড়িয়ে?

সুপার টুয়েলভের গ্রুপ ২-তে ২ ম্যাচে ৪ পয়েন্ট ও ১.৪২৫ নেট রান রেট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ২ ম্যাচে ৩ পয়েন্ট ও ৫.২০০ নেট রান রেট নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে তিন পয়েন্ট রয়েছে জিম্বাবোয়ের, তাদের নেট রান রেট ০.০৫০। বাংলাদেশের রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ২.৩৭৫। পাকিস্তান রয়েছে পয়েন্ট তালিকার পাঁচে, নেট রান রেট মাইনাস (-) ০.০৫০, নেদারল্যান্ডসের নেট রান রেট মাইনাস (-) ১.৬২৫।

সব ম্যাচ জিতেও স্বস্তি নেই

সব ম্যাচ জিতেও স্বস্তি নেই

ফলে দেখাই যাচ্ছে পাকিস্তান যদি নিজেদের শেষ তিনটি ম্যাচ জেতে তাহলেও শেষ চারে যেতে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। আগামী রবিবার বাবর আজমদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। বাংলাদেশ যদি ব্রিসবেনে জিম্বাবোয়েকে হারায়, পাকিস্তান যদি ডাচদের পরাস্ত করে এবং ভারতের কাছে যদি দক্ষিণ আফ্রিকা হেরে যায় তাহলে বাবরের দল অনেকটাই অক্সিজেন পাবে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ৬, বাংলাদেশের ৪, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার ৩ ও পাকিস্তানের ২।

নানা সমীকরণ

নানা সমীকরণ

এরপর ২ নভেম্বর নেদারল্যান্ডস যদি জিম্বাবোয়েকে এবং ভারত বাংলাদেশকে হারিয়ে দেয় এবং ৩ নভেম্বর পাকিস্তানের কাছে প্রোটিয়ারা পরাস্ত হয় তাহলে ভারতের পয়েন্ট হবে ৮। পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট হবে ৪ করে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ৩ পয়েন্টেই দাঁড়িয়ে থাকবে। ৬ নভেম্বর পাকিস্তানকে জিততে হবে বাংলাদেশের বিরুদ্ধে। ভারত শেষ ম্যাচে জিম্বাবোয়েকে এবং দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসকে হারিয়ে দিলে পাকিস্তান পৌঁছে যাবে শেষ চারে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ১০, পাকিস্তানের ৬, দক্ষিণ আফ্রিকার ৫।

রবিবার ভারতের সমর্থক পাকিস্তান!

রবিবার ভারতের সমর্থক পাকিস্তান!

দক্ষিণ আফ্রিকা যদি ভারতকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট হবে ৫। ভারতের পয়েন্ট থাকবে ৪। দক্ষিণ আফ্রিকা যে ছন্দে রয়েছে তাতে তারা নেদারল্যান্ডসকে হারাবে। ফলে তাদের পয়েন্ট হতে পারে সাত। ভারত যা ছন্দে রয়েছে তাতে বাংলাদেশ ও জিম্বাবোয়েকে হারাবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে প্রোটিয়াদের কাছে হারলেও ভারতের পয়েন্ট পৌঁছাতে পেরে আটে। সেই নিরিখে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারলে পাকিস্তান চাইবে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের কাছে ভারত হারুক। নিজেদের নেট রান রেটকেও উন্নত করতে হবে পাকিস্তানকে। এত হিসেবনিকেশের পর একটা কথা বলাই যায় আগামী রবিবারই ভাগ্য অনেকটা নির্ধারিত হতে পারে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা ম্য়াচে পাকিস্তান সমর্থন করতে বাধ্য হবে ভারতকে।

ফিফা বিশ্বকাপের আগে অস্বস্তিতে কাতার, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সরব অস্ট্রেলিয়ার ফুটবলাররাফিফা বিশ্বকাপের আগে অস্বস্তিতে কাতার, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সরব অস্ট্রেলিয়ার ফুটবলাররা

English summary
T20 World Cup 2022: Pakistan Need To Win All 3 Matches And India's Support To Reach The Semi Finals. Pakistan Will Face Netherlands On Sunday In Perth.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X