For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে মাইলস্টোন ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেন রোহিত, দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় দলে একটি করে পরিবর্তন

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে পারথে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ২-এ আজ জিতলেই রোহিত শর্মার দলের সেমিফাইনালে পৌঁছে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা চাইবে এদিন জয়লাভ করে ভারতকে সরিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করতে। টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দুই দলেই একটি করে পরিবর্তন হয়েছে।

রোহিতের মাইলস্টোন ম্যাচ

রোহিতের মাইলস্টোন ম্যাচ

টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ডটি আজ এককভাবে চলে এলো রোহিত শর্মার দখলে। হিটম্যান পিছনে ফেলে দিলেন তিলকরত্নে দিলশানকে। দিলশান টি ২০ বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেলেছিলেন। সবকটি টি ২০ বিশ্বকাপ খেলা রোহিতের টি ২০ বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা বেড়ে হলো ৩৬। এদিনের ম্যাচে ২৮ রান করতে পারলেই টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান করার রেকর্ডটি মাহেলা জয়বর্ধনের থেকে ছিনিয়ে নেবেন বিরাট কোহলি।

টি ২০ বিশ্বকাপের দ্বৈরথে

টি ২০ বিশ্বকাপের দ্বৈরথে

টি ২০ বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫টি দ্বৈরথ হয়েছে। ভারত জিতেছে চারটিতে, দক্ষিণ আফ্রিকার একমাত্র জয়টি এসেছিল ২০০৯ সালে। টি ২০ বিশ্বকাপ অভিযানে নামার আগে ভারত সর্বশেষ পরাস্ত হয়েছিল প্রোটিয়াদের বিরুদ্ধে। গত মাসে তিন ম্যাচের সিরিজের নিয়মরক্ষার ম্যাচে। ওই ম্যাচে রাইলি রুসো ৪৮ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন। তিনি চলতি বিশ্বকাপেও দুরন্ত শতরান হাঁকিয়েছেন।

টস জিতে ব্যাটিং ভারতের

পারথে রাতে খেলা হচ্ছে। ঠাণ্ডা রয়েছে ভালোই। এই আবহাওয়া প্রোটিয়া বোলারদের পক্ষে সহায়ক হতে পারে। বোলাররা স্যুইং আদায় করতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন। রোহিত শর্মা বলেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। আমরা জানি এই ধরনের পিচ কেমন আচরণ করবে বা কেমনভাবে খেলা প্রয়োজন। টুর্নামেন্টে এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ। দল যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছে তাতে আস্থা রয়েছে। পরিকল্পনামাফিক খেলে ঠাণ্ডা মাথায় ২ পয়েন্ট ঘরে তোলাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। টস জিতলে তিনি ব্যাটিং করতেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।

দুই দলেই পরিবর্তন

ভারতীয় দলে অক্ষর প্যাটেলের জায়গায় দলে নেওয়া হয়েছে দীপক হুডাকে। এর ফলে ভারতের ব্যাটিং লাইন আপে অর্শদীপ সিং ছাড়া কোনও বাঁহাতি ব্যাটার নেই। দক্ষিণ আফ্রিকা দলে তাবরেজ শামসির জায়গায় এসেছেন লুঙ্গি এনগিডি।

ভারত- লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং

দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা, রাইলি রুসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, কেশব মহারাজ, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা

English summary
T20 World Cup 2022: India Won The Toss And Elected To Bat Against South Africa In Perth. Rohit Sharma Now Holds The Record To Play Most Number Of Matches In T20 World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X