For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের একাদশ কেমন হবে? রোহিতের জন্য আবেগঘন বার্তা কার্তিকের

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে গ্রুপ ২-র দ্বিতীয় ম্যাচে কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। খেলা শুরু ভারতীয় সময় বেলা দেড়টায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সে কারণে প্রথম একাদশ খোলসা করেননি কোনও অধিনায়কই। প্রথম একাদশ নিয়ে জল্পনার মধ্যেই আজ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন দীনেশ কার্তিক।

কার্তিকের আবেগঘন পোস্ট

২০১৯ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে দীনেশ কার্তিকের সামনে। গত বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেছিলেন। এক বছরের মধ্যেই কামব্যাক ভারতের বিশ্বকাপের দলে। পাকিস্তান ম্যাচে তিনি প্রথম একাদশেও থাকবেন। আরও একটি বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হচ্ছে। তার আগে ইনস্টাগ্রাম পোস্টে রিকি পন্টিং, রোহিত শর্মা ও অভিষেক শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন ডিকে। রিকি পন্টিং আইসিসিকে দেওয়া ইন্টারভিউয়ে কার্তিককে অন্যতম সেরা ফিনিশার হিসেবে অভিহিত করেছিলেন। যেভাবে কার্তিক ভারতীয় দলে কামব্যাক করেছেন তাতে তিনি বিস্মিত বলেও উল্লেখ করেন। পন্টিংয়ের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সে সময় কাটানোর উল্লেখ করে কার্তিক তাঁকে ধন্যবাদ জানানোর সঙ্গে অদূর ভবিষ্যতে কিছুটা সময় কাটাবেন বলে জানান। কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীন মেন্টর অভিষেক নায়ারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁর তত্ত্বাবধানে নিজেকে ভারতীয় দলে কামব্যাকের জন্য প্রস্তুত করেছেন কার্তিক। অভিষেক যেভাবে তাঁকে ভরসা জুগিয়েছেন সে কারণে তাঁকেও ধন্যবাদ জানান ভারতীয় দলের উইকেটকিপার। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর উপর যেভাবে আস্থা দেখিয়েছেন, পাশে থেকেছেন সব সময় এবং সর্বোপরি অন্ধকার টানেলের শেষে যে আলোর সন্ধান দিতে সহায়তা করেছেন, সে কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়েছেন কার্তিক।

আবহাওয়া কেমন থাকবে?

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মেলবোর্নে রবিবার বৃষ্টির সম্ভাবনা ছিল ৯০ শতাংশ। তবে পরবর্তী সময়ে সেই সম্ভাবনা কমে হয়েছে ৮০ শতাংশ। বিকেলের দিকে অর্থাৎ ম্যাচের সময় ৩ থেকে ৮ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারত ও পাকিস্তান দুই শিবিরই প্রার্থনা করছে যাতে পুরো ম্যাচ হয়। কিন্তু যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে বিশেষ ভাবছেও না। রোহিত শর্মা জানান, আজ সকালে ঘুম থেকে উঠে দেখছিলেন মেঘলা আকাশ, বৃষ্টিও হচ্ছিল। পরে রোদ ওঠে। ভারতীয় দল অনুশীলনও করেছে। রিল্যাক্স থেকেই মাঠে নামতে চাইছে ভারত। বৃষ্টিতে ম্য়াচের ওভার কমলেও দল তৈরি বলে জানিয়েছেন হিটম্যান। টস জিতলে প্রথমে ফিল্ডিংই করতে চাইবে সংশ্লিষ্ট দল। পরিসংখ্যান বলছে, এমসিজিতে পুরো ম্যাচ হয়েছে এমন শেষ পাঁচটি টি ২০ আন্তর্জাতিকে রান তাড়া করেই জয় পেয়েছিল বিভিন্ন দল।

ভারতের কম্বিনেশন

ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে চমকের সম্ভাবনা নেই। তবে বোলিং কম্বিনেশন কেমন হবে তা নিয়ে জল্পনা চলছে। ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামির সঙ্গে অর্শদীপ সিং থাকতে পারেন প্রথম একাদশে। হার্দিক পাণ্ডিয়া রয়েছেন। পাকিস্তানের প্রথম ছয় ব্যাটার ডানহাতি, তবে মাঝেমধ্যে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্য মহম্মদ নওয়াজকে আগে পাঠানো হয়। এই পরিস্থিতিতে ভারত অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলায় কিনা সেটা দেখার। অশ্বিন না হলে দলে থাকবেন যুজবেন্দ্র চাহাল। অক্ষর প্যাটেলের প্রথম একাদশে থাকাও কার্যত নিশ্চিত।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল বা মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল বা রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং

পেস আক্রমণে জোর পাকিস্তানের

পাকিস্তানের শক্তি বেড়েছে শাহিন শাহ আফ্রিদি। এমসিজিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে খেলা হ্যারিস রউফের। পাকিস্তান পাঁচ পেসারের মধ্যে কোন তিন পেসারকে নামাবে তা নিয়ে জল্পনা রয়েছে। আফ্রিদি ও রউফের সঙ্গে থাকতে পারেন নাসিম শাহ ও মহম্মদ নওয়াজের মধ্যে যে কোনও একজন। আবার দুজনও খেলতে পারেন। শান মাসুদ খেলবেন বলে জানিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। তবে হাঁটুর চোট এখনও পুরোপুরি না সারায় কালকের ম্যাচে নেই ফখর জামান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ- মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, হায়দার আলি, ইফতিখার আহমেদ, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম খাহ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ

English summary
T20 World Cup 2022: India vs Pakistan Predicted XI And Melbourne Weather Forecast. Dinesh Karthik Wrote Heartfelt Message Mentioning Rohit Sharma's Name.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X