For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে মেলবোর্নের মহারণে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাল ভারত, দুই দলের একাদশে কারা?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ মেলবোর্নে মহারণ। ১ লক্ষ দর্শক-ঠাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি পাকিস্তান। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার আমনে সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। গত টি ২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের আসরে সেটিই পাকিস্তানের একমাত্র জয় মেন ইন ব্লু-র বিরুদ্ধে। এ বছর এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথের ফলাফল ছিল ১-১।

টস জিতে ফিল্ডিং ভারতের

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শুরুর আগে টিম হাডলে পেপ টক দিতে দেখা গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফলতম ব্যাটার তথা প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নিরিখেও পাকিস্তানকে টেক্কা দিয়েছেন ভারতীয় ক্রিকেট-ভক্তরা। মেলবোর্নে আজকের ম্যাচে ছিল বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু সরে গিয়েছে আশঙ্কার মেঘ। পরিষ্কার আকাশ জমজমাট দ্বৈরথ দেখার আশা উজ্জ্বল করেছে। টসের অনেক আগেই স্টেডিয়ামে ৬০-৭০ হাজার দর্শক মাঠে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

শামির প্রত্যাবর্তন

শামির প্রত্যাবর্তন

ভারতের প্রথম একাদশে আজ রয়েছেন মহম্মদ শামি। ১৮তম টি ২০ আন্তর্জাতিক খেলতে চলেছেন তিনি। পরিসংখ্যান বলছে, টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের শামির অর্ধেক ম্যাচই বিশ্বকাপের। পিচ রিপোর্ট দিতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, খুবই ভালো উইকেট। যথেষ্ট শক্ত উইকেট, কিছুটা ঘাসও রয়েছে। নতুন বল সামলে নিলেই বড় রান উঠবে বলে মনে করছেন ক্লার্ক। টস জিতলে এই উইকেটে ব্যাটিং করা উচিত বলেও জানান তিনি। যদিও রোহিত টস জিতে ফিল্ডিং নিয়েছেন।

দুই স্পিনারে দুই দল

ভারত এই ম্যাচে দলে নিয়েছে মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনকে। প্রথম একাদশে নেই হর্ষল প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। মহম্মদ নওয়াজকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে আনা হতে পারে আঁচ করেই ভারত অশ্বিনকে নিয়েছে বলে মনে করা হচ্ছে। তাছাড়া বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে শান্ত রাখতেই অশ্বিন হতে চলেছেন রোহিতের বড় বাজি। ক্যারম বল, রিভার্স ক্যারম বল দিয়ে ডানহাতিদেরও অস্বস্তিতে ফেলতে পারবেন অশ্বিন। পাকিস্তান তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাহকে খেলাচ্ছে। রোহিত টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে বলেন, পিচ ভালো, ঘাস আছে। আকাশে মেঘ রয়েছে। ফলে শুরুর দিকে স্যুইং করাতে পারবেন বোলাররা। সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাই। ভারত ও পাকিস্তান তিন বিশেষজ্ঞ পেসার ও দুই স্পিনার খেলাচ্ছে। অলরাউন্ডার হার্দিককে ধরলে ভারতীয় দলে রয়েছেন চার সিমার।

একাদশে কারা?

একাদশে কারা?

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল,মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং

পাকিস্তান- মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ

কামব্যাকের হার্দিক দুরন্ত, আইপিএল থেকে বিশ্বকাপ ব্যাটে বলে মাঠ কাঁপাচ্ছেন পান্ডিয়াকামব্যাকের হার্দিক দুরন্ত, আইপিএল থেকে বিশ্বকাপ ব্যাটে বলে মাঠ কাঁপাচ্ছেন পান্ডিয়া

English summary
T20 World Cup 2022: India Have Won The Toss And Elected To Bowl Against Pakistan In Melbourne. Pakistan Defeated India In The Last T20 World Cup Duel In Dubai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X