For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাডিলেডে রাতভর বৃষ্টি, ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের সময় কেমন থাকবে আবহাওয়া?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ অ্যাডিলেডে ভারত খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। জয়ী দল রবিবার ফাইনালে প্রতিপক্ষ হবে পাকিস্তানের। ক্রিকেটপ্রেমীরা নজর রাখছেন অ্যাডিলেডের আবহাওয়ার দিকে। রাতভর বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। যদিও তার মধ্যেই রয়েছে স্বস্তির খবর।

ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থাকলেও ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচে বৃষ্টি ব্যাঘাত ঘটাবে না। অস্ট্রেলীয় সরকারের মেটেরলজি ব্যুরোর তথ্য অনুযায়ী, যে সময় দ্বিতীয় সেমিফাইনালটি হওয়ার কথা তখন বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে।

অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ড ম্যাচ শুরুর হওয়ার কথা স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। অ্যাকুওয়েদারের তথ্যও জানাচ্ছে, ওই সময় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। খেলা যখন শুরু হবে তখন আকাশ যতটা মেঘাচ্ছন্ন থাকবে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাও কমে যাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮১ শতাংশের কাছাকাছি। খেলা শুরুর সময় তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাত ১১টা নাগাদ তা কমে হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে ভারতীয় দলকে খুব ঠাণ্ডার মোকাবিলাও করতে হবে না। সবমিলিয়ে উপভোগ্য ক্রিকেট ম্যাচের আবহই তৈরি হবে অ্যাডিলেডে।

এই ম্যাচের আগে দুই দলই রণকৌশল সাজাতে ব্যস্ত। উইকেটের দুই দিকের বাউন্ডারি বড় নয়। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে দলগুলি। স্কোয়্যার বাউন্ডারির সীমানা ছোটো হওয়ায় ভারত এই ম্যাচেও দীনেশ কার্তিককে বাইরে রেখে ঋষভ পন্থকেই যে খেলাবে তা স্পষ্ট। অক্ষর প্যাটেলের জায়গায় দলে আসতে পারেন যুজবেন্দ্র চাহাল। ইংল্যান্ড শিবিরে অস্বস্তির যথেষ্ট কারণ রয়েছে। এই গুরুত্বপূ্ণ ম্য়াচে ডেভিড মালানের খেলার সম্ভাবনা কম। চোটের কারণে ছিটকে গিয়েছেন মার্ক উড। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ক্রিস জর্ডন। মালান খেলতে না পারলে প্রথম একাদশে আসবেন ফিল সল্ট। অ্যাডিলেডে ভারত কখনও কোনও টি ২০ আন্তর্জাতিকে হারেনি। চলতি বিশ্বকাপেও জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে। অস্ট্রেলিয়াকে নিজের দ্বিতীয় ঘর বলে মনে করা বিরাট কোহলির অ্যাডিলেডে পারফরম্যান্স ঈর্ষণীয়। যা অবশ্যই ভারতীয় দলের পক্ষে স্বস্তির খবর। এই মাঠে অবশ্য ইংল্যান্ডের অভিজ্ঞতা সুখকর নয়। চলতি বিশ্বকাপে এখানে আজই প্রথম খেলবে ইংল্যান্ড। সাম্প্রতিক পারস্পরিক দ্বৈরথের নিরিখেও ভারতই এগিয়ে থাকবে জস বাটলারের ইংল্যান্ডের চেয়ে।

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ফেভারিট রোহিতরা, আইসিসি ইভেন্টের নক আউট পর্বে ভারতের ট্র্যাক রেকর্ড কেমন? টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ফেভারিট রোহিতরা, আইসিসি ইভেন্টের নক আউট পর্বে ভারতের ট্র্যাক রেকর্ড কেমন?

English summary
T20 World Cup: Adelaide Ready To Host India vs England Semi Final With Cloudy Sky After Overnight Rain. India Have Won All The T20Is In Adelaide.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X