বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে কোন অভিনব রেকর্ডের মালিক হলেন নটরাজন?
ব্রিসবেন টেস্টে ভারতীয় দলের হয়ে প্রথম বার সাদা জার্সি গায়ে মাঠে নেমেছেন টি নটরাজন। টেস্ট ক্রিকেটের শুরুটা দুর্দন্তভাবেই করেছেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার। একই সঙ্গে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে নটরাজন এমন এক রেকর্ড গড়েছেন, যা দেখে বাকিরা ঈর্ষা করতে পারেন। ফলে অজিভূমে তাঁকে নিয়েই যত শোরগোল।

একই সিরিজের তিন ফর্ম্যাটে অভিষেক
আইপিএল ২০২০-তে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে ডাক পান টি নটরাজন। তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ান ডে-তে দেশের জার্সিতে অভিষেক হয় বাঁ-হাতি ফাস্ট বোলারের। টিম ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটেও অভিষেক হয় নটরাজনের। শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলতে নামে ভারতীয় ফাস্ট বোলার। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে একই সিরিজের তিন ফর্ম্যাটে অভিষেক হয়েছে নটরাজনের।

বিশ্বের একমাত্র ক্রিকেটার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতের ওয়ান ডে, টি-টোয়েন্টি এবং টেস্ট একাদশে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন টি নটরাজন। এমন নজির বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই।

প্রথম টেস্টে দুর্দান্ত নটরাজন
ভারতের হয়ে প্রথম টেস্ট খেলতে নামা টি নটরাজনকে বেশ সাবলীল দেখিয়েছে। ব্রিসবেন টেস্টের প্রথম দিন ম্যাথু ওয়েড এবং মার্নাস লাবুশেনকে আউট করে অস্ট্রেলিয়া শিবিরকে ধাক্কা দিয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার।

সীমিত ওভারেও দারুণ পারফরম্যান্স
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে সিরিজের তৃতীয় ওয়ান ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন টি নটরাজন। ওই ম্যাচে তিনি দুই উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ৬ উইকেট নিয়েছিলেন ভারতের বাঁ-হাতি ফাস্ট বোলার।
একই সিরিজে ২০ ক্রিকেটার! টেস্ট ক্রিকেটে এক অফবিট রেকর্ড চোটে জর্জরিত ভারতের