For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার

Google Oneindia Bengali News

আগামী বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার। আগামী বছর যে কোনও সময় ক্রিকেটের আদি ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করতে পারেন ওয়ার্নার। তবে, সাদা বলের ক্রিকেটে তিনি খেলা চালিয়ে যাবেন। টি২০ বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া ছিটকে যাওয়ার পর ওয়ার্নারের এই সিদ্ধান্ত বলে অনেকেই মনে করছেন।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার বলেছেন, "টেস্ট ক্রিকেট থেকেই হয়তো আমি প্রথম অবসর নেব। এটাই টেস্ট ক্রিকেটে আমার শেষ ১২ মাস হতে পারে।" 'ট্রিপল এম'-এর ডেডসেট লেজেস্ডস শো-এ এই কথা বলেছেন ওয়ার্নার। ওয়ার্নারের আরও সংযোজন, "২০২৪ সালে টি২০ বিশ্বকাপ রয়েছে, আগামী বছর রয়েছে ক্রিকেট বিশ্বকাপ।" অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। ২০১১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেক হয় ওয়ার্নারের। ৪৬.৫২ গড়ে ৭৮১৭ রান করেছেন ওয়ার্নার। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে তাঁর দখলে রয়ছে ২৪টি শতরান এবং ৩৪টি অর্ধ-শতরান।

অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটসম্যান ১৩৮টি ওডিআই ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে ৪৪.৬০ গড়ে ৫৭৯৯ রান করেছেন ওয়ার্নার, দেশের হয়ে ৯৯টি টি২০ ম্যাচে তাঁর সংগ্রহ ২৮৯৪ রান। ৩২.৮৮ গড়ে এই রান তুলেছেন ওয়ার্নার।

আগামী বছরে ব্যস্ত টেস্ট সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। ভারতে ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া দল বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে আসবে। ১৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে অ্যাশেজ। এই বারের অ্যাশেজ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। আগামী বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতে আয়োজিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ২০২৪ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকায় আয়োজিত হবে পরবর্তী টি২০ বিশ্বকাপ।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনার কথা জানালেও নির্ধারিত ওভারের ক্রিকেটে দুই ফরম্যাটেই তিনি খেলবেন, জানিয়েছেন ওয়ার্নার। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে ওয়ার্নার ভাল পারফর্ম করতে পারেননি। তাঁর গড় ছিল ১১। তবুও সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনা নেই এই বিধ্বংসী বাম হাতি ওপেনারের। তিনি বলেছেন, "আমি সাদা বলের ক্রিকেট পছন্দ, এটা অসাধারণ। টি২০ ক্রিকেট- আমি ভালবাসি, ২০২৪-এ খেলার জন্য অপেক্ষা করব।"

টি২০ বিশ্বকাপ ২০২১-এ ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রথম বার সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এ বার গ্রুপ ১-এ ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া।

শামি-শোয়েবের টুইট যুদ্ধে যুক্ত হল নতুন মাত্রাশামি-শোয়েবের টুইট যুদ্ধে যুক্ত হল নতুন মাত্রা

English summary
Swashbuckling Australian Legend David Warner hints his retiment from Test Crickete
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X