For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যকুমার যাদব টি ২০ বিশ্বকাপের জন্য নিচ্ছেন বিশেষ প্রস্তুতি, কোথায় খেলতে পছন্দ করেন?

  • |
Google Oneindia Bengali News

সূর্যকুমার যাদব। ভারতের মিডল অর্ডারে ভরসা হয়ে উঠেছেন। মাত্র ২৮টি টি ২০ আন্তর্জাতিক খেলেই তিনি এখন বিশ্বের টি ২০ ব্যাটারদের তালিকায় প্রথম চারে। চতুর্থ স্থানে থাকলেও বাবর আজমকে সরিয়ে শীর্ষস্থান দখলের দাবিদারও হয়ে উঠেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন। দুরন্ত ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের জন্যও নিজেকে প্রস্তুত করছেন।

সূর্যকুমার টি ২০ বিশ্বকাপের জন্য নিচ্ছেন বিশেষ প্রস্তুতি

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেছেন, আমি যে কোনও জায়গায় ব্যাট করতে ভালোবাসি। এক থেকে পাঁচ অবধি। তবে আমার জন্য সেরা জায়গা চার বলেই মনে করি। যে জায়গায় আমি ব্যাট করতে নামি তাতে ম্যাচে নিয়ন্ত্রণ রাখার সুযোগও থাকে। সাত থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাট করাই আমি বেশি পছন্দ করি। ইতিবাচক থেকেই এই ওভারগুলি খেলা আমার লক্ষ্য থাকে। চার নম্বর ব্যাটিং পজিশন খুব চ্যালেঞ্জিং। কিন্তু এই পজিশনে খেলাটা উপভোগ করে থাকি।

টি ২০ ক্রিকেটে ৮ থেকে ১৪ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সূর্যকুমার। তিনি বলেন, আমি অনেক টি ২০ দেখেছি যেখানে কোনও দল পাওয়ারপ্লেতে ভালো খেলে বা শেষের ওভারগুলিতে দারুণভাবে ফিনিশ করে। কিন্তু আমি মনে করি টি ২০ ক্রিকেটে গুরুত্বপূর্ণ হলো ৮ থেকে ১৪ ওভার। এই সময় রাশ শক্তভাবে ধরতে হয়। এই সময়কালে আমি খুব বেশি ঝুঁকিপূর্ণ শট খেলি না। সূর্যকুমারের আনঅর্থোডক্স শট ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে। যদিও তিনি জানিয়েছেন, মূলত দুই জায়গা দিয়ে শট খেলাই তাঁর পছন্দের। সূর্য বলেন, আমি কভারের উপর দিয়ে খেলার চেষ্টা করি এবং পয়েন্ট অঞ্চল দিয়ে কাট মারার চেষ্টা করি। দ্রুত দৌড়ে রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখার উপরও গুরুত্ব দিই। এর ফলে ১৫তম ওভার থেকে ফিনিশারদের ফিনিশ করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় না।

ভারতীয় দল আজই মোহালি পৌঁছেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলার জন্য। কাল থেকে রোহিত শর্মার দল অনুশীলনে নামবে। সূর্যকুমার যাদবকে ভারতের ৩৬০ ডিগ্রি ব্য়াটার বলা হয়ে থাকে, মাঠের বিভিন্ন প্রান্তে শট খেলেন অবলীলায়। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতেও জোর দিয়েছেন ভারতীয় দলের SKY। এই প্রথম অস্ট্রেলিয়া সফরে যাবেন। সূর্য জানিয়েছেন, ইংল্যান্ড সফর থেকেই রোহিত শর্মার সঙ্গে কথা বলে জেনে নিয়েছি অস্ট্রেলিয়ার পিচ সম্পর্কে, বল কেমন আচরণ করে সে সম্পর্কে ধারণা নিয়েছি। আমি মনে করি, ফাস্ট ও বাউন্সি উইকেটের পক্ষে আমার খেলা উপযুক্ত। মাঠের আয়তন চ্যালেঞ্জ হবে। তবে আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে। সেইমতোই অনুশীলন করছি। যতটা সম্ভব সোজা ব্যাটে খেলার চেষ্টা করছি। একইসঙ্গে অস্ট্রেলিয়ায় সাফল্য পেতে কিছু নতুন শটও তিনি নিজের অস্ত্রভাণ্ডারে রাখবেন বলেও জানান সূর্যকুমার।

English summary
Suryakumar Yadav Opened Up About His Preferred Batting Position Ahead Of Australia Series. Surya Says He Would Like To Come In At The No.4 Spot And Preparing To Do Well In Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X