For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটারের ব্যাটিং কোচ কে জানেন? সূর্যকুমার দেখালেন সতীর্থ বোলারকেই!

সূর্যকুমার যাদব লখনউয়ে শেষ অবধি ক্রিজে থেকে ভারতকে জয় এনে দিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে। তারপর মজা করে জানালেন নিজের ব্যাটিং কোচের নাম।

Google Oneindia Bengali News

রাঁচির পর লখনউয়ের পিচ নিয়েও সন্তুষ্ট নয় ভারত। গতকাল লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ১০০ রানের টার্গেটে পৌঁছতেও বেশ বেগ পেতে হয়েছে হার্দিক পাণ্ডিয়ার দলকে। উইকেট যে কঠিন ছিল তা উঠে এসেছে সূর্যকুমার যাদবের কথায়। আমেদাবাদে বুধবার সিরিজ নির্ণায়ক ম্যাচ। তার আগে সূর্যর সঙ্গে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে পাওয়া গেল হাল্কা মেজাজে।

লখনউয়ে ম্যাচের সেরা সূর্য

লখনউয়ে ম্যাচের সেরা সূর্য

সূর্যকুমার যাদব শেষ অবধি থেকে ৩১ বলে ২৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ভারতকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। ২ বলে ৩ রান দরকার ছিল। সেখান থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সূর্য। সিরিজে সমতা ফেরানো নিশ্চিত হয় ব্লেয়ার টিকনারের বলে সূর্যর মারা বাউন্ডারিতেই।এর আগে লখনউয়ে খেলতে গিয়েও ছিটকে গিয়েছিলেন চোটের কারণে। এবার সেখানে দেশকে জিতিয়ে তৃপ্ত সূর্য। বিসিসিআই ম্যাচের পর সেরা পারফর্মারদের যে ইন্টারভিউয়ের বন্দোবস্ত করে তাতে হোমটাউনে কুলদীপ যাদব সাক্ষাৎকার নিলেন যুজবেন্দ্র চাহাল ও ম্যান অব দ্য ম্যাচ সূর্যকুমার যাদবের।

চাহালের প্রশংসা

চাহালের প্রশংসা

সাক্ষাৎকারে চাহাল বলেন, আমাদের মিস্টার ৩৬০ ডিগ্রি আজ দায়িত্বশীল ইনিংস খেলেছেন। ক্রিজে শান্ত থেকেছেন আগাগোড়া। আমরা আজ তাঁকে অন্যভাবে পেলাম। গত ১১-১২ বছর ধরে সূর্যকুমারকে দেখছি। তিনি ৩০ বলে ৭০ রান করতে পছন্দ করেন। এদিনের ম্যাচে কী ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে সূর্য নেমেছিলেন তা জানতে চান চাহাল। শেষ ২ বলে যখন ৩ রান দরকার তখন মনের মধ্যে কী চলছিল সেটাও জানতে চাওয়া হয়। জবাবে সূর্য বলেন, এই উইকেটে শেষ অবধি টিকে থাকাই লক্ষ্য ছিল। কেন না ব্যাট করা সহজ ছিল না। ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর হার্দিক পাণ্ডিয়া নামেন। আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে গেলে আমরা জিতিয়েই মাঠ ছাড়তে পারব।

ব্যাটিং কোচ!

ব্যাটিং কোচ!

এরপরই চাহাল জানতে চান, তাঁর রঞ্জি ট্রফির ভিডিওগুলি দেখেই তিনি প্রস্তুতি নিয়েছিলেন কিনা। চাহালের কথায়, "আমি তোমাকে ৩৭০ ডিগ্রি শিখিয়েছি। কিন্তু এদিনের উইকেট আলাদা ছিল। তুমি কি রঞ্জি ট্রফিতে আমার লাল বলের ভিডিওগুলো দেখেছো?" সূর্যর সরস জবাব, "আগের সিরিজে তুমি আমাকে যা শিখিয়েছিলে তা মাথায় রেখেছি। আমি চাই তুমি আমাকে ব্যাটিংয়ের আরও অনেক কিছু শেখাও। যাতে আমি উন্নতি করতে পারি। দর্শকরা মন দিয়ে শুনুন, জোক ভাববেন না, আমার এই ভাই (চাহালকে দেখিয়ে) আমার ব্যাটিং কোচ। সে আমাকে সব কিছু শেখায়।"

ভারত সমতা ফেরাল সিরিজে

ভারত সমতা ফেরাল সিরিজে

উল্লেখ্য, গতকালের ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯৯ রান তুলেছিল ২০ ওভারে। জবাবে খেলতে নেমে ভারত ১৯.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছয়। ভারতের স্কোর ১৪.৩ ওভারে ছিল ৪ উইকেটে ৭০। সেখান থেকে আর কোনও উইকেট হারায়নি। ১টি চারের সাহায্যে ৩১ বলে ২৬ রান করেন সূর্যকুমার। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

English summary
Suryakumar Yadav Hilariously Calls Yuzvendra Chahal His Coach. SKY Asks Chahal To Teach Him More Batting Skills.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X