For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি বছর সর্বাধিক রানের বিচারে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব

চলতি বছর সর্বাধিক রানের বিচারে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব

Google Oneindia Bengali News

টি-২০ ক্রিকেটে নিজের প্রতিভার ছাপ ফেলে চলেছেন সূর্যকুমার যাদব। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আরও একবার সূর্যকুমার দেখিয়েছেন কেন তিনি টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হন সারা বিশ্বে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধ-শতরান:

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধ-শতরান:

ভারতীয় ইনিংসের দ্বাদশ ওভারের শেষের দিকে রোহিত শর্মা আউট হওয়ার পর ব্যাটিং করতে নামেন সূর্যকুমার যাদব। বিরাটের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন এই বিস্ফোরক ডান হাতি ব্যাটসম্যান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচে অর্ধ-শতরান করেন তিনি। সূর্যকুমার ২৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ৭টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

মহম্মদ রিজওয়ানকে পিছনে ফেলে দিলেন সূর্যকুমার যাদব:

মহম্মদ রিজওয়ানকে পিছনে ফেলে দিলেন সূর্যকুমার যাদব:

চলতি ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রান করার বিষয়ে এই মুহূর্তে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে পিছনে ফেলে দিয়েছেন সূর্যকুমার যাদব। যদিও উভয়েরই এখনও অনেক ম্যাচ খেলা বাকি রয়েছে চলতি বছরে। তবে বর্তমান পরিস্থিতির বিচারে এগিয়ে রয়েছেন সূর্য। মহম্মদ রিজওয়ার ১৯ ইনিংসে ২০২২ সালে ৮০০-এর কিছু বেশি রান করেছেন। ৫১.৫৬ গড়ে তিনি করেছেন ৮২৫ রান। অপর দিকে ২৫ ইনিংসে সূর্যকুমার করে ফেলেছেন ৮৬৭ রান। তাঁর গড় ৪১.২৮ এবং স্ট্রাইক রেট ১৮৪.৮৬। ৪৬৯টি বল খেলেছেন রিজওয়ান।

বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির বিচারেও এগিয়ে সূর্যকুমার:

বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির বিচারেও এগিয়ে সূর্যকুমার:

৮২৫ রান করার পথে ৬৪টি চার এবং ১৯টি ছয় মেরেছেন মহম্মদ রিজওয়ান। সেখানে সূর্যকুমার মেরেছেন ৭৭টি চার এবং ৫২টি ছয়। চলতি বছর টি-২০ ক্রিকেটে একটি শতরান এবং ৭টি অর্ধ-শতরান সূর্যকুমার যাদব পেয়েছেন।

নেদারল্যান্ডস বনাম ভারত ম্যাচের সংক্ষিপ্ত:

নেদারল্যান্ডস বনাম ভারত ম্যাচের সংক্ষিপ্ত:

সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ভারত তোলে ১৭৯/২। কে এল রাহুল ৯ রানে আউট হওয়া ছাড়া ভারতের অপর তিন ব্যাটসম্যান রোহিত শর্মা (৫৩), বিরাট কোহলি (৬২*) এবং সূর্যকুমার যাদব (৫১*) অর্ধ-শতরান করেছেন। নেদারল্যান্ডসের হয়ে দু'টি উইকেট নেন ফ্রেড ক্লাসেন এবং ভান মিকিরান। জবাবে ব্যাটিং করতে নেমে ১২৩/৯ রানে থমকে যায় নেদাল্যান্ডসের ইনিংস। নেদারল্যান্ডসের হয়ে সর্বাধিক ২০ রান করেন টিম প্রিঙ্গল। ভারতের হয়ে দু'টি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল।

কে এল রাহুলের ক্রমাগত ব্যর্থতায় বিরক্ত সমর্থকেরা, দাবি তুললেন দল থেকে বাদ দেওয়ারকে এল রাহুলের ক্রমাগত ব্যর্থতায় বিরক্ত সমর্থকেরা, দাবি তুললেন দল থেকে বাদ দেওয়ার

English summary
Suryakumar Yadav goes past Mohammed Rizwan to become the highest T20I Run scorer in 2022 calendar year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X