For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের টেস্ট দলে সূর্য-ঈশান, শর্তসাপেক্ষে জাদেজাও! নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিনিয়রহীন টি ২০ দলে পৃথ্বী

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া হলেও তাঁর খেলা নির্ভর করবে ফিটনেসের উপর। টি ২০ দলে নেই সিনিয়ররা, হার্দিক পাণ্ডিয়াই নেতৃত্ব দেবেন। ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো খেলায় ডাক পেলেন পৃথ্বী শ, রয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার।

দুই টেস্টের জন্য দল ঘোষিত

দুই টেস্টের জন্য দল ঘোষিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির চারটি টেস্ট খেলবে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত প্রথম দুটি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ঋষভ পন্থের অভাব এই সিরিজে অনুভূত হবে বলে গতকালই মন্তব্য করেছিলেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক লোকেশ রাহুল। তবে পন্থের মতোই আক্রমণাত্মক ব্যাটার হিসেবে উইকেটকিপার ঈশান কিষাণকে দলে নেওয়া হয়েছে অপর উইকেটকিপার শ্রীকার ভরতের সঙ্গে। উল্লেখযোগ্যভাবে টেস্ট দলে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে।

জাদেজার খেলা নির্ভর করবে ফিটনেসের উপর

জাদেজার খেলা নির্ভর করবে ফিটনেসের উপর

রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হলেও বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই খেলবেন জাড্ডু। ৯ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট নাগপুরে। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে দ্বিতীয় টেস্ট।
ভারতের টেস্ট দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শ্রীকার ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব

টি ২০ দলে পৃথ্বী, ওডিআইয়ে শাহবাজ

টি ২০ দলে পৃথ্বী, ওডিআইয়ে শাহবাজ

১৮ ফেব্রুয়ারি থেকে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে। তারপর থাকছে তিন ম্যাচেরই টি ২০ সিরিজ। অক্ষর না থাকায় ওডিআই সিরিজে ডাক পেয়েছেন শাহবাজ আহমেদ। উইকেটকিপার শ্রীকার ভরতও দলে রয়েছেন। একদিনের সিরিজে রোহিত শর্মা নেতৃত্ব দিলেও টি ২০ সিরিজে হিটম্যান, বিরাট-সহ সিনিয়রদের রাখা হয়নি। হার্দিক পাণ্ডিয়াই টি ২০-তে নেতৃত্ব দেবেন। তবে টি ২০ দলে নেওয়া হয়েছে সম্প্রতি রঞজি ট্রফিতে ৩৭৯ রান করা পৃথ্বী শ-কে। পারিবারিক কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। রাহুলের বিয়ে। অক্ষর প্যাটেলেরও এই সময়ই বিয়ে কিনা তা নিয়ে চর্চা চলছে।

একনজরে নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দল

একনজরে নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দল

ভারত-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওডিআই ১৮, ২১ ও ২৪ তারিখ যথাক্রমে হায়দরাবাদ, রায়পুর ও ইন্দোরে। টি ২০ সিরিজের ম্যাচগুলি হবে রাঁচি, লখনউ ও আমেদাবাদে যথাক্রমে জানুয়ারির ২৭, ২৯ ও ফেব্রুয়ারির ১ তারিখ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকার ভরত (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমরান মালিক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি ২০ আন্তর্জাতিক দল- হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার।

English summary
Suryakumar Yadav And Ishan Kishan In India's Test Squad Against Australia. Ravindra Jadeja Has Been Picked Subject To Fitness.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X