For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একেই বলে কপাল! সতীর্থের সর্বনাশে, কেরিয়ার ঘুরে গেল টার্নার-এর - জানলে বিস্মিত হবেন

ভারতের বিপক্ষে মোহালিতে অস্ট্রেলিয়ার পক্ষে সারপ্রাইজ ফ্যাক্টর হয়ে উঠেছিলেন অ্যাশটন টার্নার। কিন্তু তিনি ছিলেন স্টইনিসের শেষ মিনিটের পরিবর্ত।

Google Oneindia Bengali News

সার্থক নাম নাম তাঁর অ্যাশটন টার্নার। মোহালিতে ৪৩ বলে ৮৪ রানের ইনিংস খেলে একাই ম্যাচ 'টার্ন' করিয়েছেন অস্ট্রেলিয়ার দিকে। কিন্তু, সবকিছু ঠিকঠাক চললে তাঁর প্রথম দলে জায়গা পাওয়ারই কথা নয়। অদ্ভুতভাবে বলা ঠেতে পারে নিয়তির যোগে দলে এসে ম্য়াচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন তিনি।

সতীর্থের সর্বনাশে, কেরিয়ার ঘুরে গেল টার্নার-এর

প্রথম তিন ম্যাচেই অলরাউন্ডারের জায়গায় অস্ট্রেলিয়া খেলিয়েছে মার্কাস স্টইনিসকে। তাঁকেই প্রথম অলরাউন্ডার হিসেবে ধরা হয়। ম্যাচের পর মোহালির নায়ক টার্নার জানিয়েছেন, রবিবারও তিনি মাঠে এসেছিলেন জল বওয়ার প্রস্তুতি নিয়েই। কিন্তু, ম্য়াচের ঠিক আগে ফিটনেস টেস্টে ব্যর্থ হন স্টইনিস। আর শেষ মুহূর্তের বিকল্প হিসেবে জায়গা পান টার্নার।

স্টইনিসের হাতের আঙুল ভেঙেছে। কিন্তু, তাঁর সতীর্থ অত্যন্ত কছিন মানসিকতার, তাই টার্নার ভেবেছিলেন স্টইনিস ঠিক খেলে দেবেন। তাই খেলার মানসিকতায় পৌঁছতে কিছুটা সময় লেগেছিল তাঁর। কিন্তু একই সঙ্গে একটা সুযোগ পাওয়ার অপেক্ষাতেই ছিলেন তিনি। নয়া অজি তারকা জানিয়েছেন ভারতে আসার পর থেকে নেটে তিনি প্রচুর বল খেলেছেন। তাই এখানকার পরিবেশে ব্য়াট করার বিষয়ে সাবলীল হয়ে গিয়েছিলেন।

সুযোগ আসতেই তা কাজে লাগিয়েছেন। এদিকে স্টইনিস আঙুল ভেঙে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন বলে সোমবার জানিয়েছে অস্ট্রেলিয়া। কাজেই ভারত সফরে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পাবেন টার্নার। এভাবে বিশ্বকাপের দলের টিকিটও চলে আসতে পারে।

English summary
Ashton Turner became the surprise factor for Australia against India at Mohali. But he was the last minute replacement for Stoinis.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X