For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি বলের টেস্টে চিড় ধরা ঋদ্ধিমানের হাতের আঙুলে সফল অস্ত্রোপচার

গোলাপি বলের টেস্টে চিড় ধরা ঋদ্ধিমানের হাতের আঙুলে সফল অস্ত্রোপচার

  • |
Google Oneindia Bengali News

কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে টেস্ট খেলতে গিয়ে চিড় ধরা ভারতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতের আঙুলে সফল অস্ত্রোপচার হয়েছে। বুধবার বিসিসিআই-র তরফে এই খবর জানানো হয়েছে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে ঋদ্ধিমানকে রক্ষণাবেক্ষণে রাখা হবে বলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে।

গোলাপি বলের টেস্টে চিড় ধরা ঋদ্ধিমানের হাতের আঙুলে সফল অস্ত্রোপচার

বুধবার বিসিসিআই-র তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট খেলার সময় ঋদ্ধিমান সাহার ডান হাতের আঙুলে চিড় ধরে। মঙ্গলবার মুম্বইতে ভারতীয় উইকেটরক্ষকের ওই আঙুলে অস্ত্রোপচার হয়। ঋদ্ধির পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে কব্জি ও হাতের বিশেষজ্ঞর সঙ্গে কথা বলছে বিসিসিআই-র মেডিক্যাল দল। একটু সুস্থ হলে ঋদ্ধিমানকে রক্ষণাবেক্ষণের জন্য বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হবে বলে জানিয়েছে বিসিসিআই।

বিসিসিআই সূত্রে খবর, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার সময় ওই আঙুলে প্রথমে চোট পান ঋদ্ধিমান সাহা। কলকাতায় ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট চলার সময় সেই আঙুলে ফের চোট পান বাংলার উইকেটরক্ষক। যন্ত্রণা নিয়েই ওই টেস্ট খেলেন ঋদ্ধি। ম্য়াচ শেষ হওয়ার পর তাঁর ওই আঙুলের এক্স রে-তে ধরা পড়ে যে তাতে চিড় ধরেছে। মঙ্গলবার মুম্বইতে ঋদ্ধিমান সাহার আঙুলে সফল অস্ত্রোপচার হয় বলে জানিয়েছে বিসিসিআই।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">NEWS : <a href="https://twitter.com/IamSanjuSamson?ref_src=twsrc%5Etfw">@IamSanjuSamson</a> named as replacement for injured Dhawan for the T20I series against West Indies.<br><br>Wriddhiman Saha undergoes surgery.<br><br>More details here - <a href="https://t.co/V5fixR8uoH">https://t.co/V5fixR8uoH</a> <a href="https://t.co/oBsaxVXWAz">pic.twitter.com/oBsaxVXWAz</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1199576829452902401?ref_src=twsrc%5Etfw">November 27, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

উল্লেখ্য ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলে নিয়মিত সদস্য হয়ে যান ঋদ্ধিমান। উইকেটের পিছনে তাঁর ক্যারিশমায় মুগ্ধ হয় ক্রিকেট বিশ্ব। কিন্তু ২০১৮ সালে চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে যান ঋদ্ধিমান। ১৮ মাস পরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেটরক্ষকের দস্তানা হাতে নেমে অনবদ্য কিছু ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দেন বাংলার কিপার। সোশ্যাল মিডিয়া তাঁকে 'সুপারম্যান' বলে ডাকতে শুরু করেন। বাংলাদেশের বিরুদ্ধে দেশের প্রথম গোলাপি বলের টেস্টে ভারতীয় ক্রিকেট দলের ১০০ জন ব্যাটসম্যানকে আউট করার নজিরও গড়েন ঋদ্ধি।

এহেন খেলোয়াড়ের চোটের খবরে কিছুটা হলেও শঙ্কিত দেশের ক্রিকেট প্রেমীরা। যদিও ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে টেস্ট শুরু হওয়ার আগে ঋদ্ধিমান সুস্থ হয়ে উঠবেন বলে আশার খবরও শুনিয়েছে বিসিসিআই।

English summary
Surgery for finger fracture of Wriddhiman Saha is successful
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X