For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাকাত দলের হামলায় পিসেমশাই নিহত, পিসি লাইফ সার্পোটে, পাঞ্জাব পুলিশের কাছে সাহায্য চাইলেন রায়না

ডাকাত দলের হামলায় পিসেমশাই নিহত, পিসি লাইফ সার্পোটে, পাঞ্জাব পুলিশের কাছে সাহায্য চাইলেন রায়না

  • |
Google Oneindia Bengali News

ডাকাত দলের হামলায় পিসেমশাই নিহত হয়েছেন। পিসি লাইফ সার্পোটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পরিবারের এই অবস্থা জানিয়ে পাঞ্জাব পুলিশের কাছে সাহায্য চাইলেন ক্রিকেটার সুরেশ রায়না।

সম্প্রতি আইপিএল খেলতে গিয়েও দুবাই থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন রায়না। এরপরই রায়না এবছর আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন বলে জানা যায়। রায়নার দেশে ফিরে আসা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে। এবার পরিবারের কারণে তিনি দেশে ফিরছেন বলে জানিয়ে দিলেন। সেই সঙ্গে তাঁর পরিবারের সুরক্ষা ও ডাকাত দলের হামলায় ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে পাঞ্জাব পুলিশের কাছে সাহায্য চাইলেন সিএসকে ক্রিকেটার।

আইপিএল না খেলেই কেন দেশে ফিরেছেন, জানালেন রায়না

আইপিএল না খেলেই কেন দেশে ফিরেছেন, জানালেন রায়না

পারিবারিক কারণেই দেশে ফিরেছেন, টুইট করে আজ ফ্যানদের জানিয়ে দিলেন সুরেশ রায়না।

ডাকাত হানায় নিহত পিসেমশাই

ডাকাত হানায় নিহত পিসেমশাই

এদিন রায়না টুইটে লেখেন, 'পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। ডাকাত হানার পিসেমশাই নিহত হয়েছেন।' রায়না আমিরশাহী ছাড়ার পর থেকেই কেন তিনি আইপিএল ছেড়ে দেশে ফিরলেন জল্পনা চলছিল। পাঞ্জাবের পাঠানকোটে তার পিসেমশাই ডাকাতদের হাতে খুন হয়েছেন বলেও জানা যায়। এবার রায়না নিজেই পরিবারের দুসময়ের কথা জানালেন।

জীবনের সঙ্গে লড়ছেন পিসি

জীবনের সঙ্গে লড়ছেন পিসি

রায়না টুইটে আরও জানিয়েছেন, পিসেমশাইকে হারিয়েছি। এখন লাইফ সাপোর্টে পিসি জীবনযুদ্ধ লড়ছেন।

ভাই-বোনকেও হারালেন রায়না

ভাই-বোনকেও হারালেন রায়না

টুইটে শোকপ্রকাশ করে রায়না এদিন আরও লেখেন, ডাকাত দলের হামলায় ভাই-বোনেরাও গুরুত্বর আহত হয়েছিল। তাঁদের একজনকে হারালাম।

বিচার চান রায়না

বিচার চান রায়না

টুইটে এরপর পাঞ্জাব পুলিশকে ট্যাগ করে রায়না লেখেন, 'পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। দোষীদের কঠোর সাজা চাই। পাঞ্জাব পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করছি।'

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা

এরপরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে ট্যাগ করে রায়না সঠিক বিচারের আশা রাখছেন বলে জানিয়েছেন

English summary
Suresh Raina urges Punjab CM for help says My uncle was slaughtered to death, my bua is on life support
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X