কেন তিনি আইপিএল থেকে সরে এসেছিলেন, অবশেষে মুখ খুললেন রায়না
২০২০-তে ভারতীয় খেলার দুনিয়ায়, আইপিএলে খেলতে গিয়ে সুরেশ রায়নার দেশে ফিরে আসা বড় বিতর্ক। মরু শহরে আইপিএল থেকে উড়ে যাওয়ার পর হঠাৎ টুর্নামেন্ট শুরুর আগে দেশে ফিরে আসেন রায়না। ১৫ অগাস্ট ধোনির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ফলে আইপিএলে কীভাবে ফিরে আসেন সেই নিয়ে প্রত্যাশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত রায়নার দেশে ফিরে যাওয়া ও চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাদের ওয়েবসাইট থেকে রায়নার নাম প্রত্যাহার করে নেওয়ায় বিতর্ক তৈরি হয়। এবার সেই বিতর্ক নিয়েই নতুন বছরে মুখ খুললেন রায়না।

আইপিএল না খেলতে পারা নিয়ে কী বললেন রায়না
করোনার বছর ২০২০ সালকে রায়না যেমন ভুলতে চান, ঠিক তেমনই ঐ বছরের খারাপ স্মৃতিগুলিতে ভুল চান রায়না। সেই প্রসঙ্গেই সুরেশ বলেছেন, 'আইপিএল ২০২০তে না খেলতে পারার জন্যে আমার কোনও অনুশোচনা নেই।'

রায়না আর কী বললেন
সেই সঙ্গে রায়না আরও জুড়েছেন, 'আমি আমার পরিবারের কাছে ফিরতে চেয়েছিলাম। পাঞ্জাবে আমার পরিবার সেই সময় কঠিন সময়ের মধ্য়ে দিয়ে গিয়েছে। কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়়ানোই সেই সময় আমার উচিত কাজ বলে মনে হয়েছিল। '

প্রয়োজনে আবারও তিনি এই সিদ্ধান্ত নেবেন
রায়নার আরও সংযোজন, '২০ বছরেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলছি। পরিবারকে ছেড়েই ক্রিকেট আমার ধ্যান জ্ঞান। কিন্তু পরিবারের উপর হামলার ঘটনা ঘটলে মনকে আর শক্ত রাখা যায় না। সেই কারণে দেশে ফিরে আসাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ভবিষ্যতেও যদি পরিবারকে আমার প্রয়োজন পরে। ফের একই সিদ্ধান্ত নেব।'

রায়নার পরিবারের সঙ্গে ঠিক কী ঘটেছিল
প্রসঙ্গত পাঞ্জাবে রায়না পিসেমশাইয়ের বাড়িতে দুষ্কীতিরা হামলা চালায়। বাড়ি লুটের উদ্দেশ নিয়ে এসে তারা রায়নার পিসেমশাই, পিসি ও ভাইকে ধারানো অস্ত্র দিয়ে গুরুত্বর আহত করে। এই ঘটনায় রায়না পিসেমশাইয়ের মৃত্যু ঘটে। সেই কারণেই রায়না আইপিএল শুরুর আগে মরুশহর থেকে দেশে ফিরে এসেছিলেন বলে জানান।

রায়নাকে নিয়ে দ্বিতীয় বিতর্ক
তবে ক্রিকেটমহলে গুঞ্জন, মরুশহরে পৌঁছে সিএসকের অধিনায়ক ধোনির মতো ব্যালকনি সহ বিশালবহুল রুম না পাওয়াতেই সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে রায়নার দূরত্ব তৈরি শুরু হয়। সেখান থেকেই বিতর্ক শুরু বলে জল্পনা।