For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে রায়না, সিএসকে-র নেট কাঁপানোর আগে থাকবেন কোয়ারেন্টাইনে, ছবি ভাইরাল

মুম্বইয়ে রায়না, সিএসকে-র নেট কাঁপানোর আগে থাকবেন কোয়ারেন্টাইনে, ছবি ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহেই মুম্বই পৌঁছলেন সুরেশ রায়না। আগামী আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সংযুক্ত হতে গেলে কড়া কোয়ারেন্টাইন বিধি মেনে চলতে হবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। ২০২০ সালের আইপিএল না খেলা প্রিয় চিন্না থালাকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে হলুদ ব্রিগেড। তবে রায়নাকে সিএসকে-র নেটে দেখতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে ক্রিকেট প্রেমীদের।

মুম্বই পৌঁছলেন রায়না

মুম্বই পৌঁছলেন রায়না

মুম্বই পৌঁছনোর আগে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর প্রস্তুতি সারেন সিএসকে-র ক্রিকেটাররা। যদিও সেই শিবিরে যোগ দেননি দলের অন্যতম স্তম্ভ সুরেশ রায়না। তিনি বরং নিজের শহর গাজিয়াবাদে আইপিএলের প্রস্তুতিতে মগ্ন ছিলেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আর কোনও ব্যবধান নয়। চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় প্রস্তুতি শিবিরে যোগ দিতে মুম্বই পৌঁছেই গেলেন সুরেশ রায়না। নেটে নামার আগে তাঁকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতেই হবে। সেই ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

২০২০ সালের আইপিএল খেলেননি রায়না

২০২০ সালের আইপিএল খেলেননি রায়না

করোনা ভাইরাসের আবহে ২০২০ সালের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। সিএসকে-র সঙ্গে দুবাইতে পৌঁছেও গিয়েছিলেন সুরেশ রায়না। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তিনি দেশে ফিরে এসেছিলেন। এবং তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। ফলে ২০১৯ সালের আইপিএল ফাইনালের পর ফের টুর্নামেন্টে ব্যাট ঘোরাতে দেখা যাবে ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানকে।

সিএসকের হয়ে রায়নার পারফরম্যান্স

সিএসকের হয়ে রায়নার পারফরম্যান্স

আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখনও পর্যন্ত ১৬০টি ইনিংসে ব্যাট করেছেন সুরেশ রায়না। ৪৫২৭ রান করেছেন বাঁ-হাতি। তাতে একটি শতরান সামিল রয়েছে।

২০১৯ সালের পর মাত্র পাঁচটি টি-টোয়েন্টি

২০১৯ সালের পর মাত্র পাঁচটি টি-টোয়েন্টি

২০১৯ সালের আইপিএল শেষ হওয়ার পর ঘরোয়া স্তরে মাত্র পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। ১০২-এর বেশি রান তিনি করতে পারেননি। তাই আগামী আইপিএল যে রায়নার কাছে চ্যালেঞ্জের হতে চলেছে, তা অনায়াসে বলা যায়।

English summary
Suresh Raina landed Mumbai to join Chennai Super Kings ahead of IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X