For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final: সাউদাম্পটনে খেলা হবে, টস জিতলে কী করা উচিত জানালেন সৌরভ

Google Oneindia Bengali News

প্রবল বৃষ্টির কারণে সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ফাইনালের প্রথম দিনের খেলা পুরোটাই ভেস্তে গিয়েছে। এই অবস্থায় আজ কি খেলা শুরু হবে সেটাই বড় প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে।

রোদ উঠেছে

রোদ উঠেছে

ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করতে সাউদাম্পটনে গিয়েছেন দীনেশ কার্তিক। তিনি আজ সকালে স্টেডিয়ামের ছবি টুইট করে ভালো খবর দিয়েছেন। সাউদাম্পটনে রোদ উঠেছে। পিচ ও আউটফিল্ডের কভার সরেছে। ফলে আজ সাউদাম্পটনে ভারতীয় সময় বিকেল তিনটেয় খেলা শুরু হবে। টস তার আধ ঘণ্টা আগে। আবহাওয়ার উন্নতি হওয়ায় সঠিক সময়েই খেলা শুরু হবে। যদিও এদিন বেলার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ছবি- দীনেশ কার্তিকের টুইটার

খেলা হবে

খেলা হবে

টেস্টের বাকি চারদিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে অর্থাৎ ভারতীয় সময় বিকেল তিনটেয় খেলা শুরু। প্রতিদিন ৯০-এর পরিবর্তে ৯৮ ওভার করে খেলা হবে। যদিও আজকের বেলার দিকে এবং বাকি দিনগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওভার নষ্টের কারণে এই পরিস্থিতিতে রিজার্ভ ডে-তেও যে খেলা গড়বে তা স্পষ্ট। কারণ, ভারত ও নিউজিল্যান্ড দলের যে শক্তি তাতে তুল্যমূল্য লড়াইয়ের সম্ভাবনাই রয়েছে।

ভারতকে নিয়ে চর্চা

ভারতকে নিয়ে চর্চা

টেস্ট শুরুর আগের দিন প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল ভারত। যদিও তার পরদিন অর্থাৎ গতকাল বৃষ্টিতে একটা বলও খেলা হয়নি। টস যেহেতু হয়নি, তাই পরিবর্তিত পরিস্থিতিতে পিচ ও আবহাওয়া দেখে ভারত প্রথম একাদশে রদবদল আনতেও পারে। আবার সেই পথে না হেঁটে বিরাট যেহেতু চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, ফলে ওই একাদশ নিয়েই নামতে পারেন। নিউজিল্যান্ড অবশ্য এখনও প্রথম একাদশ ঘোষণা করেনি।

সৌরভের পরামর্শ

সৌরভের পরামর্শ

টস কী করা উচিত সেটা নিয়েও চলছে চর্চা। বিসিসিআই সভাপতি তথা দেশের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক সৌরভ অধিনায়কের পরামর্শ, টস জিতে ভারতের ব্যাটিং নেওয়াই উচিত। তাঁর কথায়, গত অস্ট্রেলিয়া সফরের কথা বাদ দিলে ২০০২ সালে লিডস টেস্ট বা ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় ভারত টেস্টে যে জিতেছিল তা কিন্তু প্রথমে ব্যাট করেই। এমনকী মার্ক টেলর বা স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াও টস জিতলে খুব কমই ফিল্ডিং নিত। সিম সহায়ক পিচে ব্যাটিং নিতে দ্বিধা করত না। সে কারণে মেঘলা আবহাওয়া থাকলেও ভারতের প্রথমে ব্যাট করে বড় রান তোলার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন সৌরভ।

English summary
Sunshine In Southampton, India Should Bat First If They Win Toss Opines Sourav Ganguly BCCI President Sourav Ganguly Opines That India Should Bat First If They Win Toss.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X