For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: ব্যাটিং ব্যর্থতায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অস্বস্তিতে পাঞ্জাব কিংস, দুরন্ত হোল্ডার

  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলে দ্বিতীয় জয় তথা দুবারই পাঞ্জাব কিংসকেই হারানোর হাতছানি সানরাইজার্স হায়দরাবাদের সামনে। আজ টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে শারজার পিচে ভেঙে পড়ল পাঞ্জাব কিংসের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। জিততে হলে সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ১২৬ রান। পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে। বল হাতে দুরন্ত পারফরম্যান্স জেসন হোল্ডারের।

ব্যাটিং ব্যর্থতায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অস্বস্তিতে পাঞ্জাব কিংস

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ফর্মে থাকা দুই ওপেনারকে ফিরিয়ে পাঞ্জাব কিংসের কাজ কঠিন করে দেন জেসন হোল্ডার। ম্যাচের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভারটি করতে এসে প্রথম বলেই তিনি আউট করে দেন লোকেশ রাহুলকে। রাহুল ২১ বলে ২১ করেন। এই ওভারেরই পঞ্চম বলে তিনি ময়াঙ্ক আগরওয়ালকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। জঘন্য শট খেলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে নিজের উইকেটটি ছুড়ে দেন ময়াঙ্ক। সাতাশ রানে দুই উইকেট পড়ার পর ক্রিস গেইল ও এইডেন মার্করাম অবস্থা সামাল দেওয়ার মরিয়া চেষ্টা চালান। কিন্তু ১৭ বলে ১৪ রানের বেশি করতে না পেরে রশিদ খানের শিকার হন গেইল। আইপিএলের দ্বিতীয়ার্ধে এদিনই তিনি প্রথম ম্যাচ খেললেন। নিকোলাস পুরাণ সন্দীপ শর্মার বলে কট অ্যান্ড বোল্ড হন। ৩২ বলে সর্বাধিক ২৭ রান করেন এইডেন মার্করাম। দীপক হুডা জেসন হোল্ডারের তৃতীয় শিকার। ১০ বলে তিনি করেন ১৩।পিচ মন্থর প্রকৃতির হলেও পাঞ্জাব কিংসের যা ব্যাটিং শক্তি তাতে ১০০ রান ১৭ ওভারে পূর্ণ করা নিশ্চিতভাবেই অপ্রত্যাশিত। শেষ ওভারে নাথান এলিসকে ফেরান ভুবনেশ্বর কুমার। আইপিএলের অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার এই পেসার ব্যাট হাতে ১২ বলে মূল্যবান ১২ রান যোগ করেন।

সানরাইজার্সের সফলতম বোলার জেসন হোল্ডার চার ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন। রশিদ খান চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে একটি উইকেট দখল করেন। ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও আবদুল রশিদ একটি করে উইকেট দখল করেন। চলতি আইপিএলে দ্বিতীয়বার রশিদ খানের বলে লেগ বিফোর হলেন ক্রিস গেইল।

চেন্নাইয়ে প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস করেছিল ১২০। ৮ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে এটিই সানরাইজার্সের একমাত্র জয়। শারজার এদিনের মন্থর উইকেট টি ২০-র উপযুক্ত কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন কেভিন পিটারসেন। রশিদ খান অবশ্য আশাবাদী আজকের জয়ের ব্যাপারে। তাঁর মতে এই উইকেটে ১৪০-১৪৫ ভালো স্কোর হতে পারত। ক্রিস গেইলকে এবারের আইপিএলে দুবার আউট করা রশিদ তাঁকে ইউনিভার্স বসই মানছেন। যদিও বলেছেন, বন্ধু গেইলের উইকেটটা নিঃসন্দেহে বিগ উইকেট। আমরা জানি তিনি কত ভালো হিট করতে পারেন। তাঁকে আউট করা কতটা শক্ত। কিন্তু তাঁকে এবারের আইপিএলে দুবার আউট করতে পেরে ভালো লাগছে।

English summary
Sunrisers Hyderabad Need 126 Runs To Beat Punjab Kings For The Second Time In IPL 2021. Jason Holder Bags Three Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X