For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ছন্দ হাতরে বেড়ানো পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় হায়দরাবাদের, ঘুরে দাঁড়াচ্ছে প্রাক্তন চ্যাম্পিয়নরা

IPL 2022: ছন্দ হাতরে বেড়ানো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দাপুটে জয় হায়দরাবাদের

Google Oneindia Bengali News

ক্রিকেটপ্রেমীদের অনবদ্য ম্যাচ উপহার দিল সানরাইজার্স হায়দরাবাদ। নভি মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে পরাজিত করল কমলা আর্মি। রবিবার দুপুরের এই ম্যাচে টসে জিতে প্রতিপক্ষ পাঞ্জাবকে ব্যাটিং করতে আহ্বান জানান সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করার সুবিধা নিতে পারেনি পাঞ্জাব। ১৫১ রানে শেষ হয়ে যায় ময়ঙ্কর আগরওয়ালহীন দলের ইনিংস।

IPL 2022: ছন্দ হাতরে বেড়ানো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল হায়দরাবাদ

চোটের কারণে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালকে ছাড়াই মাঠে নামে পাঞ্জাব। ময়ঙ্ক না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব সামলান শিখর ধাওয়ান। একমাত্র লিয়াম লিভিংস্টোন ছাড়া পাঞ্জাবের কোনও ব্যাটসম্যান পাল্টা আক্রমণ হানতে পারেননি হায়দরাবাদের বোলারদের বিরুদ্ধে। ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন লিয়াম। সেখানে পাঞ্জাবের বাকি ব্যাটসম্যানদের সম্মিলিত রান ৮৭ বলে ৮৪।

শিখর ধাওয়ান করেন ৮ রান। ময়ঙ্কের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পাওয়া প্রভসুখন সিং করেন ১৪ রান। ব্যর্থ হয়েছেন জনি বেয়ারস্ট্রো। মাত্র ১২ রানে প্যাভিলিয়নে ফেরেন এই তারকা ব্যাটসম্যান। জীতেশ শর্মা এবং শাহরুখ খান যথাক্রমে করেন ২৬ এবং ১১ রান। ১৫ বলে ১৩ রান করেন ওডেন স্মিথ। অর্শদীপ সিং, বৈভব অরোরা, রাহুল চাহর পর পর প্যাভিলিয়নের রাস্তা ধরেন লাইন দিয়ে। এক রানও করতে পারেননি এই তিন বোলার। ১৫১ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস।

ইনিংসের ২০ নম্বর ওভারে এক রানও পাঞ্জাকে করতে দেননি উমরান মালিক। এই ওভারে পাঞ্জাবের চারটি উইকেটের পতন ঘটে। উমরান এই ম্যাচে একাই নেন চার উইকেট। তার উপর শেষ ওভার মেডেন করে তাক লাগিয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরের এই বিধ্বংসী পেসার। ভুবনেশ্বর কুমার সংগ্রহ করেছেন তিন উইকেট।

IPL 2022: ছন্দ হাতরে বেড়ানো পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় হায়দরাবাদের, ঘুরে দাঁড়াচ্ছে প্রাক্তন চ্যাম্পিয়নরা

১৫২ রানের টার্গেট আধুনিক ক্রিকেটে কোনও বড় বিষয় নয়, তার পর উইকেট যদি ব্যাটিং সহায়ক হয় তা হলে কাজটা আরও সহজ হয়ে যায়। পাঞ্জাবের ১৫২ রানের টার্গেটে পৌঁছে মাত্র ৩টি উইকেটের পতন ঘটে হায়দরাবাদের। অধিনায়ক কেন উইলিয়ামসনের অফ ফর্ম এই ম্যাচেও অব্যহত ছিল। ৩ রানে আউট হন আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তি। হায়দরাবাদের অপর ওপেনার অভিষেক শর্মা করেন ৩১ রান। ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠী। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদকে জয় এনে দেয় এইডেন মার্করাম এবং নিকোলাস পুরান জুটি। মার্করান ২৭ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেছেন। নিকোলাস পুরান অপরাজিত ছিলেন ৩৫ রানে। হায়দরাবাদের তিনটি উইকেটের মধ্যে দু'টি-ই পেয়েছন রাহুল চাহর। একটি উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা।

English summary
Sunrisers Hyderabad beat Punjab Kings by seven wickets. Punjab Scored 151/10 batted first, in the response SRH took 18.5 overs to win the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X