For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022:‘কেকেআর-এর জার্সিতে আইপিএল থেকে অবসর নিতে চাই, সৌভাগ্যবান একই ফ্রাঞ্জাইজির হয়ে দীর্ঘ সময় খেলতে পারায়’

IPL 2022:‘কেকেআর-এর জার্সিতে আইপিএল থেকে অবসর নিতে চাই, সৌভাগ্যবান একই ফ্রাঞ্জাইজির হয়ে দীর্ঘ সময় খেলতে পারায়’

Google Oneindia Bengali News

আইপিএল-এ খুব কম বিদেশি ক্রিকেটার এমন রয়েছেন যাঁরা একটা ফ্রাঞ্চাইজির হয়ে এক দশক বা তার থেকে বেশি সময়ে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেই কৃতিত্ব অর্জন করেছেন সুনীল নারিন। দশ বছর খেলা হয়ে গেলেও এখনও নাইটদের দলের অন্যতম প্রধান অস্ত্র এই নারিন।

IPL 2022:‘কেকেআর-এর জার্সিতে আইপিএল থেকে অবসর নিতে চাই, সৌভাগ্যবান একই ফ্রাঞ্জাইজির হয়ে দীর্ঘ সময় খেলতে পারায়’

এই আইপিএল-এর আগে ছয় কোটি টাকায় তাঁকে রিটেন করেছে কেকেআর। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ছয় ম্যাচে চার উইকেট পেয়েছেন নারিন। তাঁর ইকোনমি রেট পাঁচ। দীর্ঘ দশ বছরের কেরিয়ারে বিভিন্ন ওঠা-পড়ার সাক্ষী থেকেছেন নারিন। ২০২০ সালে তাঁর বোলিং অ্যাকশনে চাকিং-এর অভিযোগ ওঠে এবং নিজের বোলিং অ্যাকশনে পরিবর্তন করতে বাধ্য হন নারিন। সেই সময়ে পিঞ্চ হিটার হিসেবে তাঁকে ব্যবহার করা শুরু করে কেকেআর। ওপেনার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। কেকেআর-এর জার্সিতে সেই সময়েও ঝলমল করেছিলেন নারিন। নতুন অ্যাকশনের আইপিএল-এ এখনও ব্যাটসম্যানদের জন্য ত্রাস নারিন। ২০২২ আইপিএল-এর সেই ধারাবাহিকতা বজায় আছে।

IPL 2022:‘কেকেআর-এর জার্সিতে আইপিএল থেকে অবসর নিতে চাই, সৌভাগ্যবান একই ফ্রাঞ্জাইজির হয়ে দীর্ঘ সময় খেলতে পারায়’

ওয়েস্ট ইন্ডিজের এই তারকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতার জার্সিতে ১৫০তম ম্যাচটি খেলতে চলেছেন। তার আগে নিজের মনের কথা জানালেন নাইটদের মিডিয়া টিমের সঙ্গে আলাপচারিতায়। যত দিন আইপিএল খেলবেন, কেকেআর-এর হয়েই খেলতে চান নারিন এবং এই ফ্রাঞ্চাইজি থেকেই অবসর গ্রহণ করতে চান। তাঁর কথায়, "আমি সব সময়ে ভেঙ্কি মাইসোরকে বলেছি আশা করি অন্য কোনও ফ্রাঞ্চাইজির হয়ে আমি খেলবো না। কেকেআর-এ আমার কাটানো এই সময়গুলো আমার কাছে অত্যন্ত স্পেশ্যাল। আশা করি এখান থেকেই শুরু করেছি এবং এখানে শেষ করবো। আমার মনে হয় এটা একটা বড় প্রাপ্তি, আপনি দেখবেন না খুব বেশি বিদেশি খেলোয়াড় একই ফ্রাঞ্চাইজির হয়ে খেলে না। সৌভাগ্যবশত আমি তাদের মধ্যে একজন (যারা একটা ফ্রাঞ্চাইজির হয়ে দীর্ঘ সময় খেলেছে) এবং আশা করি ভবিষ্যতে এখানেই খেলব।" কেকেআর-এর হয়ে সুনীল নারিন এখনও পর্যন্ত ১৪৭টি উইকেট পেয়েছেন। কেকেএর-এর হয়ে প্রথম মরসুমে ২৪ উইকেট পেয়েছিলেন সুনীল নারিন। পরবর্তী দুই মরসুমে যথাক্রমে ২২টি উইকেট এবং ২১টি উইকেট। গত বছর আইপিএল-এ কেকেআর-কে ফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সুনীল নারিন। তিনি গত মরসুমে ১৪ ম্যাচে ১৬ উইকেট সংগ্রহ করেছিলেন। নারিন জানিয়েছেন আইপিএল-এ তিনি যত জন ব্যাটসম্যানকে বোলিং করেছেন তাঁদের মধ্যে বীরেন্দ্র শেহওয়াগকে বোলিং করতে বেশি সমস্যায় পড়েছেন তিনি। তাঁর কথায়, "ম্যাচের পরিস্থিত যাই হোক বীরেন্দ্র শেহওয়াগ নিজের মতো খেলে যেতেন। আমার সব সময়ে কঠিন লেগেছে বোলিং করা।"

English summary
Sunil Narine speaks about his journey in IPL in KKR jersey. He said he want to play for KKR in all his career.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X