For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থ বিদ্ধ গাভাসকরের সমালোচনায়! টেস্টে লাগাতার ব্যর্থতার পরও কোন সমীকরণে সুযোগ?

  • |
Google Oneindia Bengali News

ভারত যেখানে আজ জোহানেসবার্গ টেস্টে বড় লিডের খোঁজে, তখন ঋষভ পন্থ দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট। তার আগে রাসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে বাকযুদ্ধ জড়িয়ে নিজের ক্রিকেটীয় বোধের বড়াইও করলেন! কিন্তু টিকলেন মাত্র তিনটি বল। দলের প্রয়োজনে আউট হলেন জঘন্য শট খেলে। আর তারপরই পন্থের প্রবল সমালোচনায় সরব সুনীল গাভাসকর।

অধিক জ্ঞানী পন্থ দায়িত্বজ্ঞানহীন!

ওয়ান্ডারার্সে খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। ফলে স্টাম্প মাইক্রোফোনে ক্রিকেটারদের কথোপকথন ভালোই ধরা পড়ছে। ৩৮ ওভারের শেষে রাসি ভ্যান ডার ডাসেনকে পন্থ বলেন, ক্রিকেট সম্পর্কে অর্ধেক জ্ঞান থাকলে চুপ করে থাকা উচিত। গতকাল রাসি ভ্যান ডার ডুসেন বিতর্কিত ক্যাচে আউট হয়েছিলেন। উইকেটের পিছনে দাঁড়ানো পন্থ ডুসেনের ক্যাচ ধরেন। ডুসেন রিভিউ না নিয়ে ফিরেও যান। রিভিউ নিলে অবশ্য রক্ষা পেতেন তিনি। কেন না, পরে রিপ্লেতে দেখা গিয়েছে বল পন্থের আগে জমা পড়ার আগে মাটি স্পর্শ করেছিল। সম্ভবত সেই ক্যাচ নিয়েই পন্থকে কিছু বলে থাকতে পারেন ডুসেন। তার প্রেক্ষিতেই পন্থের পাল্টা।

সমালোচনা সানির

সমালোচনা সানির

যদিও এই ঘটনার পর তিন বলের মাথায় পন্থ শূন্য রানে কট বিহাইন্ড হন। যেভাবে আগ্রাসী শট খেলতে গিয়ে তিনি উইকেট উপহার দিলেন প্রোটিয়াদের, তা সহ্য করতে পারেননি সুনীল গাভাসকর। তিনি স্পষ্ট ভাষায় পন্থের দায়িত্বজ্ঞানহীনতার সমালোচনা করেন। সানির কথায়, উইকেটে সবে নতুন দুই ব্যাটার, সেখানে পন্থের শট দেখুন! এই শটের কোনও অজুহাতই হতে পারে না। কোনও নির্বোধও এটাকে স্বাভাবিক খেলা বলতে পারে না। অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। কেন না পূজারা বা রাহানের প্রয়াসকে এটা বড় আঘাত দিল। ওই দুই ব্যাটার যেভাবে লড়াই করেছেন, সেই লড়াইটাই দরকার ছিল। উল্লেখ্য, ইংল্যান্ড সফরেও পন্থের ক্রিজের বাইরে দাঁড়িয়ে স্টান্স নেওয়ার সমালোচনা করেছিলেন গাভাসকর।

ব্যাট হাতে ব্যর্থ

ব্যাট হাতে ব্যর্থ

দলের প্রয়োজনে অহেতুক আক্রমণাত্মক শট খেলতে গিয়ে পন্থের উইকেট ছুড়ে দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ঋদ্ধিমান সাহাকে বসিয়ে রেখে পন্থকে খেলানোর পিছনে যুক্তি দেওয়া হয় তাঁর ব্যাটিং দক্ষতার কারণেই নাকি সুযোগ দেওয়া হচ্ছে। আজব যুক্তি! পরিসংখ্যান বলছে, পন্থ টেস্টে টানা ব্যর্থ। মার্চে আমেদাবাদে শেষ শতরান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর একমাত্র অর্ধশতরান করেছেন ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে (১০৬ বলে ৫০)। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ইংল্যান্ড সফর ও নিউজিল্যান্ড সফরে পন্থের রান যথাক্রমে ৪, ৪১, ২৫, ৩৭, ২২, ২, ১, ৯, ৫০, ৮, ৩৪, ১৭ ও ০। ইংল্যান্ড সফরে গিয়ে মোট ৫টি টেস্টে ৯ ইনিংসে ১৯১ রান করেছেন। সর্বাধিক ৫০। গড় ২১.২২। নিউজিল্যান্ডে ২টি টেস্টে ৫৯ রান, সর্বাধিক ৩৪, গড় ১৪.৭৫।

বাকিদের সুযোগের দাবি

ঋষভ পন্থকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলানো হয় ঋদ্ধিমান সাহাকে। ২টি টেস্টে তিনি ১০২ রান করেন, সর্বাধিক অপরাজিত ৬১। চোট উপেক্ষা করেও ঋদ্ধির লড়াকু ইনিংস প্রশংসিত হয়েছিল সব মহলেই। উইকেটকিপিংয়ের মানেও পন্থ ঋদ্ধির ধারেকাছে নেই। ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায় কেন ঋদ্ধি বা কেএস ভরতদের সুযোগ দেওয়া হবে না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যাটিংয়ের খারাপ ফর্ম পন্থের উইকেটকিপিংয়েও প্রভাব ফেলছে বলে মনে করেন গাভাসকর। এদিন মাঝেমধ্যেই শার্দুল ঠাকুরের মতো বোলাররা জোরালো আবেদন করলেও আপিল করতে দেখা যায়নি পন্থকে। গাভাসকরের মতে, ব্যাটিং নিয়ে পন্থের চিন্তা করাও এর বড় কারণ হতেই পারে।এরপর রাসি ভ্যান ডার ডুসেন ব্যাট করতে নামার পর তাঁকে উদ্দেশ করে নানা কথা বলছেন পন্থ। গাভাসকর অবশ্য বিষয়টি তারিয়ে উপভোগ করে বলেন, যতক্ষণ ডুসেন থাকবেন ততক্ষণ পন্থ চুপ থাকবেন না!

English summary
Sunil Gavaskar Unhappy Over Rishabh Pant's Poor Shot Selection In Johannesburg Test. Pant Was Out For A Duck By Playing Only 3 Balls After Unpleasant Exchange With South Africa’s Rassie Van Der Dussen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X