For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন উড়ানের বিজনেস ক্লাসে চড়তেন না এমএস ধোনি, জানালেন সুনীল গাভাসকর

কেন উড়ানের বিজনেস ক্লাসে চড়তেন না এমএস ধোনি, জানালেন সুনীল গাভাসকর

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। সেই তিনিই এবার দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের দুর্দান্ত এক দিক, সকলের সামনে তুলে ধরলেন। জানান দিলেন, ধোনি সম্পর্কে তাঁর আগে করা মন্তব্য কেবল ক্রিকেটের প্রেক্ষিতেই।

আগে কী বলেছিলেন গাভাসকর

আগে কী বলেছিলেন গাভাসকর

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লেজেন্ড সুনীল গাভাসকর সাফ জানিয়েছিলেন, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলে ধোনির শূণ্যস্থান পূরণের দায়িত্ব যাদের কাঁধে, সেই ঋষভ পন্থ, কেএল রাহুলরা দুর্দান্ত পারফরম্যান্স করছেন বলেও জানিয়েছিলেন গাভাসকর।

এবার অন্য ধোনিকে তুলে ধরলেন সানি

এবার অন্য ধোনিকে তুলে ধরলেন সানি

এবার লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির মহত্বের দিকটিকে তুলে ধরলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাহির সঙ্গে জুড়ে থাকা তাঁর সুখস্মৃতির কথা উল্লেখ করলেন সানি। জানালেন সুবিধা থাকা সত্ত্বেও, কেন ধোনি অন্তর্দেশীয় বিমানের বিজনেস ক্লাসে চড়তেন না।

ভারতীয় দলের রীতি

ভারতীয় দলের রীতি

সুনীল গাভাসকর জানিয়েছেন ভারতীয় দলের দুর্দান্ত রীতির কথা। জানিয়েছেন, সাধারণত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, হেড কোচ এবং অন্যান্য কোচিং স্টাফরা, অন্তর্দেশীয় বিমানের বিজনেস ক্লাসে ওঠার সুযোগ পান। এছাড়া কোনও ম্যাচে সেরা পারফরম্যান্স করা ভারতীয় ক্রিকেটারকেও পুরস্কার হিসেবে বিজনেস ক্লাসে ওঠার সুযোগ দেওয়া হয়।

ধোনি যে অন্য রকম

ধোনি যে অন্য রকম

সুনীল গাভাসকর জানিয়েছেন, খুব কম এমন ঘটনা ঘটেছে যে এমএস ধোনি, অধিনায়ক হিসেবে অন্তর্দেশীয় বিমানের বিজনেস ক্লাসে উঠেছেন। সাধারণত ধোনি ম্যাচের টিভি অফিসিয়াল, কর্মী, দেশীয় সাংবাদিকদের সঙ্গে সফরে বেশি স্বাচ্ছন্দ্য ভোগ করতেন বলে জানিয়েছেন গাভাসকর।

ধোনিকে অনুসরণ করেন বিরাট!

এ ব্যাপারে মহেন্দ্র সিং ধোনিকে অনুসরণ করেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফরে বিরাট এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে, বিমানের বিজনেস ক্লাস ছেড়ে দিতে দেখা যায়। এ ব্যাপারে টুইট করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

English summary
Sunil Gavaskar reveals why MS Dhoni hardly ever sat in business class on domestic flights
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X