For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০০-রও বেশি শিশুর হার্ট অপারেশনের তহবিল তৈরি সুনীল গাভাসকরের

দেশের দরিদ্র পরিবারের ৬০০-রও বেশি শিশুর হার্ট অপারেশনের জন্য আর্থিক তহবিল তৈরি করলেন ক্রিকেটীয় লেজেন্ড সুনীল গাভাসকর।

  • |
Google Oneindia Bengali News

দেশের দরিদ্র পরিবারের ৬০০-রও বেশি শিশুর হার্ট অপারেশনের জন্য আর্থিক তহবিল তৈরি করলেন ক্রিকেটীয় লেজেন্ড সুনীল গাভাসকর। আমেরিকা সফরের সময় হার্ট টু হার্ট ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে এই মহান কাজের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

৬০০-রও বেশি শিশুর হার্ট অপারেশনের তহবিল তৈরি সুনীল গাভাসকরের

হার্ট টু হার্ট ফাউন্ডেশন ও সুনীল গাভাসকরের অর্থ সাহায্যে ভারতের সত্য সাই সঞ্জীবনী হাসপাতালের বিভিন্ন শাখায় বিনামূল্যে ওই দরিদ্র শিশুদের হৃৎপীণ্ডে অস্ত্রোপচার হবে। ২০১২ সাল থেকে এখনও পর্যন্ত ১০ হাজারটি সফল হার্ট অপারেশন করে নজির গড়েছে এই হাসপাতালের মহারাষ্ট্র, ছত্তিশগড় ও হরিয়ানা শাখা।

সমীক্ষা বলছে, উপযুক্ত পেডিয়াট্রিক কেয়ার ও আর্থিক অভাবে ভারতে প্রতিদিন ২৫০-রও বেশি শিশুর মূত্যু হয়। সেই সব শিশুদের জন্য কিছু করতে পেরে খুশি ভারতের ক্রিকেটীয় লেজেন্ড সুনীল গাভাসকর। এই উদ্দেশ্যে তাঁর আমেরিকা সফর সফল বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য গত মাসেই বিনামূল্য হার্ট অপারেশনের জন্য 'ফ্রিডম ফ্রম সিএইচডি' নামে প্রচার শুরু করেছে এইচ টু এইচ ফাউন্ডেশন। সেই প্রচারের অংশ হিসেবে 'ব্যাট ফর লাইফের' সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন সুনীল গাভাসকর।

English summary
Sunil Gavaskar raises funds for over 600 children heart surgeries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X