For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপক চাহারের পরিবর্তে কেন প্রথম একাদশে উমেশ যাদব, ভারতীয় টিম ম্যানেজমেন্টের থেকে জানতে চান গাভাসকর

দীপক চাহারের পরিবর্তে কেন প্রথম একাদশে উমেশ যাদব, ভারতীয় টিম ম্যানেজমেন্টের থেকে জানতে চান গাভাসকর

Google Oneindia Bengali News

মহম্মদ শামি কোভিড পজিটিভ হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য তাঁর পরিবর্তে উমেশ যাদবের নাম ঘোষণা করে বিসিসিআই। অস্ট্রেলিয়া সিরিজের আগে ২০১৮ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শেষ বার খেলা খেলেছিলেন উমেশ। শুধু স্কোয়াডেই রাখা হয়নি জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে তাঁকে প্রথম একাদশে খেলানোও হয়। স্কোয়াডে থেকেও প্রথম একাদশে সুযোগ হয় না দীপক চাহারের। দুই ওভারে দুই উইকেট পেলেও উমেশ যাদব যথেষ্ট রান খরচ করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে।

কেন দীপক চাহারকে না খেলিয়ে উমেশকে খেলানো হল, বুঝতে পারছেন না গাভাসকর:

কেন দীপক চাহারকে না খেলিয়ে উমেশকে খেলানো হল, বুঝতে পারছেন না গাভাসকর:

সুনীল গাভাসকর মনে করেন টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করা উচিৎ কেন দীপক চাহারকে না খেলিয়ে উমেশ যাদবকে খেলানো হয় প্রথম একাদশে। কারণ দীপক চাহার টি-২০ বিশ্বকাপে অংশ নিতে চলা ভারতীয় দলের রিজার্ভ ক্রিকেটার হিসেবে রয়েছেন। মূল দলে সুযোগ পেতেও পারেন যদি কোনও পেসার চোট পান। সেখানে মেগা ইভেন্টের আগে কিছু ওভার বোলিং করিয়ে ওকে তৈরি রাখাটাই সঠিক কাজ হতো মনে করেন সানি।

সময় পাওয়া প্রয়োজন দীপকের:

সময় পাওয়া প্রয়োজন দীপকের:

স্পোর্টস টুডে'র সঙ্গে আলোচনায় সুনীল গাভাসকর বলেছেন, "আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের থেকে জানতে চাওয়া উচিৎ যে তাঁরা কোন চিন্তা ভাবনা থেকে দীপক চাহারকে না খেলিয়ে উমেশ যাদবের মতো কাউকে খেলান যেখানে উমেশ বিশ্বকাপের স্ট্যান্ড বাই বা রিজার্ভ দলেও নেই। পরবর্তী মিডিয়া কনফারেন্সে এই প্রশ্নটা করাটা ঠিক হবে। কীসের ভিত্তিতে দীপক চাহারকে না খেলিয়ে তারা উমেশ যাদবকে খেলায়।"

সময় দিতে হবে দীপককে:

সময় দিতে হবে দীপককে:

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের আরও সংযোজন, "চোট কাটিয়ে ফিরত আসছে দীপক চাহার। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যাওয়ার আগে প্রয়োজন এই ধরনের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। আপনার কাছে যদি দীপক চাহার স্ট্যান্ডবাই বোলার হয় এবং হঠাৎ কেউ অস্ট্রেলিয়ায় চোট পায় এবং তাঁকে আসতে হয় তা হলে নিজের সেরাটা ও দিতে পারবে না কারণ আপনি তাঁকে রিদিমেই আসতে দেননি।"

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের ফলাফল:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের ফলাফল:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে ভারত। চার উইকেটে পরাজিত হয় ভারত প্রথম ম্যাচে। ওই ম্যাচে হার্দিক পান্ডিয়া ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন, রান পেয়েছিলেন কে এল রাহুল। ৫৫ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে। অস্ট্রেলিয়ার হয়ে ৬১ রান করেন ক্যামেরুন গ্রিন। ২১ বলে ৪৫ রান করে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান ম্যাথু ওয়েড। ২৩ ফেব্রুয়ারি নাগপুরে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলবে ভারত। ওই ম্যাচে ভারত জিততে পারলে হায়দরাবাদের ম্যাচটি হবে সিরিজের ভাগ্য নির্বাধরণকারী। ফলে এই ম্যাচ তখন আরও জমে যাবে।

হরমনপ্রীতের বিধ্বংসী ইনিংসে ঘরের মাঠে বিধ্বস্ত ইংরেজ মহিলা দল, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে ভারতেরহরমনপ্রীতের বিধ্বংসী ইনিংসে ঘরের মাঠে বিধ্বস্ত ইংরেজ মহিলা দল, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে ভারতের

English summary
Sunil Gavaskar questions Umesh Yadav's selection in playing XI ahead of Deepak Chahar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X