For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকেশ রাহুলকে বাদ দেওয়ার দাবি জোরালো, সমস্যা সমাধানের উপায় বাতলে দিলেন সুনীল গাভাসকর

Google Oneindia Bengali News

চলতি টি ২০ বিশ্বকাপে এখনও অবধি চূড়ান্ত ব্যর্থ লোকেশ রাহুল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে তিনটি ম্যাচেই দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ভারতের সহ অধিনায়ক। অনেক বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন, বাংলাদেশ ম্যাচ থেকেই রাহুলকে বাইরে রাখা হোক। ঋষভ পন্থকে খেলানোর দাবি জোরালো হয়েছে। এমনকী ওপেন করতে নেমে দীপক হুডাও সাফল্য পাবেন বলে মনে করছেন অনেকে।

টি ২০ বিশ্বকাপে ব্যর্থ রাহুল

টি ২০ বিশ্বকাপে ব্যর্থ রাহুল

রাহুল মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ৮ বলে ৪, সিডনিতে নেদারল্যান্ডস ম্যাচে ১২ বলে ৯ এবং গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪ বলে ৯ রান করে আউট হয়েছেন। যদিও টি ২০ আন্তর্জাতিকে তাঁর শেষ ১০টি ইনিংসের দিকে তাকালে দেখা যাচ্ছে, রাহুল চারটি অর্ধশতরান করেছেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৪১ বলে ৬২, মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫ বলে ৫৫, তিরঅনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ৫১ এবং তার পরের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধেই গুয়াহাটিতে ২৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন রাহুল।

বাদ দেওয়ার দাবি

বাদ দেওয়ার দাবি

অস্ট্রেলিয়ায় গিয়ে টি ২০ বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেও হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৫ বলে ৭৪ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ। গতকালের ম্যাচে অক্ষর প্যাটেলের পরিবর্তে দীপক হুডাকে নামিয়েছিল ভারত। হুডা শূন্য রানে আউট হয়েছেন। রাহুলের লাগাতার ব্যর্থতায় তাঁকে বড় ম্যাচ উইনার হিসেবে মেনে নিলেও হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটারও বলেছেন, রাহুলকে বসিয়ে খেলানো হোক ঋষভ পন্থকে। সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে পন্থ ওপেন করলে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের সুবিধা আদায় করা যাবে। দীপক হুডাও প্রয়োজনে উপরের দিকে নামতে পারবেন। ভারতের ব্যাটিং গভীরতা বাড়বে বলেও মনে করছেন অনেকে।

আপটনের ভূমিকা

আপটনের ভূমিকা

যদিও রাহুলকে আত্মবিশ্বাসী করে তুলতে দলের মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনকে উদ্যোগী হতে পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ভারতীয় দলে প্যাডি আপটন রয়েছেন। তিনি রাহুলের বিষয়ে কী করেছেন সে সম্পর্কে আমি নিশ্চিত নই। ব্যাটিং কোচ রাহুলের ব্যাটিংয়ের খামতি ধরিয়ে দিতে পারবেন। তবে প্লেয়ারের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারেন মেন্টাল কন্ডিশনিং কোচই। তিনি রাহুলকে বোঝাতে পারেন এই বলে যে, তাঁর প্রতিভা ও দক্ষতা রয়েছে, তিনি বড় রান করতে পারবেন।

রাহুলের পাশে গাভাসকর

রাহুলের পাশে গাভাসকর

রাহুলকে ওপেনিং পজিশন থেকে এখনই সরিয়ে দেওয়ার দাবির সঙ্গে সহমত নন গাভাসকর। সানির কথায়, সুপার টুয়েলভে ৫টি ম্যাচ রয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ হয়েছে। রাহুল ও রোহিত ছাড়া দলে বিশেষজ্ঞ ওপেনার আর নেই। আমি এটাও মনে করি না যে, এই দলের আর কেউ ওপেনার রাহুলের আদর্শ পরিবর্ত হতে পারেন। ফলে রাহুলকে নিয়ে ধৈর্য্য ধরতে হবে। চেনা ছন্দে থাকলে রাহুল কী করতে পারেন তা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। তবে তার আগে দরকার রাহুলের সঙ্গে আলাদা করে কারও কথা বলা। আর এই ব্যাপারে যে সবচেয়ে যোগ্য আপটনই সে কথা বুঝিয়ে দিয়েছেন সানি।

ফিফা সভাপতি উচ্ছ্বসিত প্রশংসা করলেন ভারতের, অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ জিতল স্পেনফিফা সভাপতি উচ্ছ্বসিত প্রশংসা করলেন ভারতের, অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ জিতল স্পেন

English summary
T20 World Cup: Sunil Gavaskar Opines India’s Mental Conditioning Coach Paddy Upton Needs To Talk To KL Rahul. Rahul Has Been Struggling For Form, Failed To Put Up Double Figures In The T20 World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X