For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর ভারতীয় বোলিং বিভাগের উপর ক্ষোভ উগড়ে দিলেন সুনীল গাভাসকর

শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর ভারতীয় বোলিং বিভাগের উপর ক্ষোভ উগড়ে দিলেন সুনীল গাভাসকর

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতে টি ২০ সিরিজ জিতে নেওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে জিতলেই ভারতীয় দল জিতে নিত বছরের প্রথম সিরিজ। কিন্তু বোলিং বিভাগের ব্যর্থতা এবং টপ অর্ডারের জঘন্য পারফরম্যান্সের কারণে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কা। ১৬ রানে দসুন শনকার দল পরাজিত করেছে ভারতকে।

নো বলের আধিক্য:

নো বলের আধিক্য:

ম্যাচের পর সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে ম্যাচের বিশ্লেষণের সময় ভারতীয় বোলারদের উপর ক্ষোভ উগড়ে দেন গাভাসকর। তিনি জানিয়েছেন এতগুলো নো বল একটা ম্যাচে কখনওই করতে পারেন না তাঁরা। এই ম্যাচে দুই ওভারে মিলিয়ে পাঁচটি নো বল করেন অর্শদীপ সিং এবং ৩৭ রান হজম করেন তিনি। শিবম মাভি এবং উমরান মালিক একটি করে নো বল করেন। গোটা ম্যাচে ভারতের পেস লাইন ৭টি নো বল করে।

ভারতীয় বোলারদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন গাভাসকর:

ভারতীয় বোলারদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন গাভাসকর:

ভারতীয় বোলারদের উপর ক্ষোভ উগড়ে দিয়ে সুনীল গাভাসকর বলেছেন, "পেশাদার হিসেবে, এটা কখনওই আপনি করতে পারেন না। আমরা প্রায়শই শুনি যে এখনকার খেলোয়াড়রা বলেন, আমাদের নিয়ন্ত্রণে থাকে না বিষয়গুলো। নো বল না করাটা আপনার নিয়ন্ত্রণেই থাকে। আপনি বল করার পর কী হবে, ব্যাটসম্যান কী করবে, সেটা অন্য বিষয়। নো বল না করাটা অবশ্যই আপনার নিয়ন্ত্রণে থাকে।"

পাঁচটি নো বল করে লজ্জার নজির গড়েছেন অর্শদীপ সিং:

পাঁচটি নো বল করে লজ্জার নজির গড়েছেন অর্শদীপ সিং:

অর্শদীপের একটি টি ২০ ম্যাচে পাঁচটি নো বল ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। নিজেরই এক ম্যাচে চারটি নো বলের রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেটি তিনি করেছিলেন। ফুল মেম্বর নেশনের বোলার হিসেবে তিনি যৌথ ভাবে সর্বোচ্চ একটি টি ২০ ম্যাচে সর্বাধিক নো বল করার ক্ষেত্রে। তাঁর মতো এক ম্যাচে পাঁচটি নো বল করার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিমো পলের। একটি টি ২০ ম্যাচে সর্বধিক নো বল করার নজির রয়েছে ঘানার। উগান্ডার বিরুদ্ধে দশটি নো বল করেছিল ঘানা।

হারের জন্য অর্শদীপকে দায়ী করেননি ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া:

হারের জন্য অর্শদীপকে দায়ী করেননি ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া:

এই ম্যাচে হারের জন্য অর্শদীপ সিং-কে দায়ী করেননি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। যদিও তিনি জানিয়েছেন, নো বল করাটা অপরা। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্দিক পাণ্ডিয়া বলেছেন, "অতীতেও ও নো বল করেছে। এটা দোষ দেওয়ার বিষয় নয় কিন্তু নো বল করাটা অপরাধ।"

রাজকোটে ভাগ্য নির্ধারণ হবে সিরিজের:

রাজকোটে ভাগ্য নির্ধারণ হবে সিরিজের:

তিন ম্যাচের টি ২০ সিরিজের ভাগ্য নির্ধারণ হবে রাজকোটে, সিরিজের শেষ ম্যাচে। সিরিজের প্রথম ম্যাচে ২ রানে ভারতীয় দল জেতে ওয়াংখেড়েতে। দ্বিতীয় ম্যাচটি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শ্রীলঙ্কা ১৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে। এই পরিস্থিতিতে তৃতীয় টি ২০ ম্যাচের দিকে সকলের নজর রয়েছে। ৭ জানুয়ারি রাজকোটে খেলা হবে এই ম্যাচটি।

জয় শাহকে বিঁধতে গিয়ে নাজম শেঠির মিথ্যাচার! পিসিবি প্রধানের মাথা হেঁট এসিসি-র বিবৃতিতেজয় শাহকে বিঁধতে গিয়ে নাজম শেঠির মিথ্যাচার! পিসিবি প্রধানের মাথা হেঁট এসিসি-র বিবৃতিতে

English summary
Sunil Gavaskar lashes out at Indian Bowling attack for doing 7 no balls against Sri Lanka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X