For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনীল গাভাসকরকে সম্মান, বিশ্বের তৃতীয় ক্রিকেট স্টেডিয়াম ভারতীয় কিংবদন্তির নামে

Google Oneindia Bengali News

সুনীল গাভাসকরকে সম্মান জানাতে চলেছে লেস্টারশায়ার। ক্রিকেটার হিসেবে তো বটেই, সানি ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবেও গোটা বিশ্বে সমাদৃত একজন কিংবদন্তি। ইতিমধ্যেই ভারতের বাইরে দুটি ক্রিকেট স্টেডিয়াম তাঁর নামাঙ্কিত। সেই তালিকায় যোগ হতে চলেছে ইংল্যান্ডের একটি স্টেডিয়াম, যেখানে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ফ্যান বেসও বেশ বড়।

বিশ্বের তৃতীয় স্টেডিয়াম

মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি ও তাঞ্জানিয়ার জানজিবারে সুনীল গাভাসকরের নামে ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ হয়েছে। আগামী শনিবার থেকে লেস্টারশায়ারের ক্রিকেট স্টেডিয়ামটিও সেই তালিকায় যোগ হচ্ছে। ইংল্যান্ড বা ইউরোপে এই প্রথম ভারতের কোনও ক্রিকেটারের নামে কোনও স্টেডিয়ামের নাম রাখা হচ্ছে। ৫ একর জমির উপর লেস্টারের স্টেডিয়ামটি যখন তাঁর নামাঙ্কিত হবে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ গাভাসকর। ২০১৭ সালে কেনটাকির স্টেডিয়ামটি গাভাসকরের নামে রাখা হয়েছিল। জানজিবারে গাভাসকরের নামাঙ্কিত স্টেডিয়ামটি তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

সম্মানিত সানি

সম্মানিত সানি

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, লেস্টারে আমার নামাঙ্কিত স্টেডিয়াম হচ্ছে জেনে। আমি অত্যন্ত খুশি এবং সম্মানিত বোধ করছি। ইংল্যান্ডের লেস্টার সিটিতেই সম্ভবত সবচেয়ে বেশি ভারতীয় ক্রিকেট সমর্থক রয়েছেন। ফলে এটা আমার কাছে বিরাট সম্মানের। ভারত স্পোর্টস অ্যান্ড ক্রিকেট ক্লাবের এই স্টেডিয়ামটিতে নিজে উপস্থিত হয়ে প্লেক উন্মোচন করবেন ভারতের ৭৩ বছর বয়সের এই কিংবদন্তি। ইতিমধ্যেই এই মাঠে যে প্যাভিলিয়ন রয়েছে তার দেওয়ালে গাভাসকরের বিরাট একটি প্রতিকৃতি আঁকা রয়েছে।

ব্রিটেনে চিরকালীন সানি

ব্রিটেনে চিরকালীন সানি

ব্রিটিশ পার্লামেন্টে ৩২ বছর ধরে সাংসদ হিসেবে লেস্টারের প্রতিনিধিত্ব করা ভারতীয় বংশোদ্ভূত কিথ ভাজের উদ্যোগেই এই ব্যবস্থাপনা। তিনি এখন ইন্টিগ্রেশন ফাউন্ডেশন নামক সংস্থার শীর্ষপদে রয়েছেন। ভাজ বলেন, গাভাসকরকে এভাবে সম্মান জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। তিনি একজন জীবন্ত কিংবদন্তি। রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্সের মাধ্যমে তিনি সুদীর্ঘকাল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়ে এসেছেন। আমাদের কাছে তিনি শুধু লিটল মাস্টার নন। ক্রিকেটের গ্রেট মাস্টার। গাভাসকরের মতো সর্বকালের সেরা ক্রিকেটার এখানে এলে সমস্ত ভারতীয় খুশি হন। এখন থেকে ব্রিটেনের একটা অংশ গাভাসকরের জন্য চিরকালীন হতে চলেছে।

সেরা রোল মডেল

সেরা রোল মডেল

ভারত স্পোর্টস ক্লাবের রাশ প্যাটেলের কথায়, ৬৮ বছর ধরে এখানে রয়েছি। তরুণ ক্রিকেটারদের রোল মডেল হিসেবে গাভাসকরের চেয়ে ভালো কেউ হতে পারেন না। তিনি আমাদের পরিকল্পনায় সম্মতি দেওয়ায় আমরা খুশি। পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য এটা একটা স্পেশ্যাল বিষয় হতে চলেছে।

English summary
Sunil Gavaskar Is Delighted And Honoured Because Of A Ground In Leicester Is Being Named After Him. It's The Third Stadium In The World Named After India's Batting Legend.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X