For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিৎ ছিল', নির্বাচকদের দল গঠন নিয়ে সন্তুষ্ট নন গাভাসকর

'আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিৎ ছিল', নির্বাচকদের দল গঠন নিয়ে সন্তুষ্ট নন গাভাসকর

Google Oneindia Bengali News

আইপিএল-এ ভাল পারফর্ম করলেও জাতীয় দলে ব্রাত্যই রয়ে গিয়েছেন রাহুল ত্রিপাঠী। বরাবর ভাল খেললেও ব্রাত্যই থাকতে হয়েছে তাঁকে। আইপিএল-এ আগমনের প্রথম মরসুমেই গুজরাত টাইটানসের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই অলরাউন্ডারকে সুযোগ না দেওয়ায় অনেকেই নির্বাচকদের দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন। দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে একেবারে অনভিজ্ঞ কোনও ক্রিকেটারকে সুযোগ দিয়ে অযথা ঝুঁকি না নিলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে খেলানো যেত।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিৎ ছিল, নির্বাচকদের দল গঠন নিয়ে সন্তুষ্ট নন গাভাসকর

২৬ এবং ২৮ জুন ভারত দু'টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। প্রায় দ্বিতীয় সারির নিয়ে ডাবলিনে দুই ম্যাচের সিরিজ খেলবে নামবে ভারত। এই দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া এবং রাহুল দ্রাবিড় মূল দলের সঙ্গে থাকায় এই দলের কোচ হিসেবে আয়ারল্যান্ড সফরে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। এই দলে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও স্কোয়াডে রাহুল তেওয়াটিয়ার নাম না থাকায় কার্যত অবাক কিংবদন্তি সুনীল গাভাসকর। সানি মনে করেন, আয়ারল্যান্ড সফরে যেতে চলা ভারতীয় দলের স্কোয়াডে থাকা উচিৎ ছিল তেওয়াটিয়ার নাম। বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-২০ ম্যাচের সময়ে লিটল মাস্টার বলেন, "১৫ জনের পরিবর্তে অতিরিক্ত আরও এক জনকে দলে রাখুন কারণ ধারাভাবিকভাবে যে ভাল করে চলেছে তাঁকে বাদ দেওয়াটা কঠিন। ও (রাহুল তেওয়াটিয়া) অসাধারণ। প্রায় হারা ম্যাচ জিতিয়েছে ও। বুদ্ধিমত্তার সঙ্গে শট খেলেছে। শুধু অন সাইডেই নয়, অফ সাইডে খেলতের সক্ষম ও। যখন কেউ এই ধরনের মানসিকতার পরিচয় দিচ্ছে তখন তাঁকে ১৬তম সদস্য হিসেবে স্কোয়াডে যুক্ত করো এবং আয়ারল্যান্ডে নিয়ে যাও। ও যেটা করেছে সেটার স্বীকৃতি দাও। তাঁকে এই বার্তা দাও যে 'তুমি এগিয়ে আছো, আর একটু বেশি পরিশ্রম করো।'"

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার জন্য ২৩ অথবা ২৪ জুন উড়ে যাবে ১৫-সদস্যের ভারতীয় দল।

English summary
Sunil Gavaskar feels that Rahul Tewatia should have got his chance in the India squad for Ireland. Sunny made it clear that leaving somebody who is doing consistently well is hard. Instead 15 there should be another additional member.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X