For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট নেই বলেই চিন্তা করতে হবে না, কোহলির অনুপস্থিতিতেও ভারত ম্যাচ জিতেছে, পরিসংখ্যান দিলেন গাভাসকর

বিরাট নেই বলেই চিন্তা করতে হবে না, কোহলির অনুপস্থিতিতেও ভারত ম্যাচ জিতেছে, পরিসংখ্যান দিলেন গাভাসকর

  • |
Google Oneindia Bengali News

ভারতের অস্ট্রেলিয়া সফরে এবার ইতিহাসের পুরনাবৃত্তি ঘটবে তো! গতবার ২০১৮ অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারত। উপমহাদেশের প্রথম দল হিসেবে অজিভূমে টেস্ট জেতার নজির গড়েছিল কোহলির অ্যান্ড কোম্পানি। সিরিজ জুড়ে পূজারার ব্যাটিং, বিরাটের আগ্রাসী ক্যাপ্টেন্সি ও অবশ্যই ভারতীয় পেস আক্রমণ! তিনের জুটিতে অজি সফরে ২-১ ব্যবধানে পেইনকে টেস্ট সিরিজে দুরমুশ করেছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে তেরঙ্গা উড়িয়েছিলেন কোহলি অ্যান্ড কোম্পানি।

বিরাটের অনুপস্থিতিতে টেস্ট সিরিজ নিয়ে চিন্তা

বিরাটের অনুপস্থিতিতে টেস্ট সিরিজ নিয়ে চিন্তা

ঠিক দুবছর পর এবার অজিভূমে দিন রাতের টেস্ট, গোলাপি বলের ম্যাচ ঘিরে আকর্ষণ ও উন্মদনা তুঙ্গে থাকলেও বিরাটের অনুপস্থিতি ভারতকে চিন্তায় রাখছে। অজি সফরে ওডিআই, টি-২০ সিরিজ খেলে ওঠার পর টেস্টের প্রথম ম্যাচটি খেলে বিরাট দেশে ফিরবেন। জানুয়ারিতেই বাবা হতে চলেছেন কোহলি। সেই কারণেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাটদের দেশে ফেরার কথা রয়েছে। আর বিরাট ফিরে আসবেন বলেই টেস্ট সিরিজে ভারতের ভাগ্য নিয়ে চিন্তায় প্রাক্তনীরা।

কী বললেন গাভাসকর

কী বললেন গাভাসকর

কিন্তু এখানে পরিসংখ্যান তুলে ধরে ফ্যানদের আশ্বস্ত করছেন কিংবদন্তি গাভাসকর। ভারতের প্রাক্তন অধিনায়ক এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'যদি সত্যিই পরিসংখ্য়ানে চোখ বোলোনো যায়, তাহলে দেখা যাবে বিরাটের অনুপস্থিতিতেও ভারত ম্যাচ জিতেছে।' এখানের না থেমে কোহলির অনুপস্থিতিতে ভারতে একের পর এক যে সব সিরিজ খেলেছে, সেই উদাহরণ তুলে ধরেছেন গাভাসকর।

বিরাটের অনুপস্থিতিতে ভারতের জয়

বিরাটের অনুপস্থিতিতে ভারতের জয়

২০১৭ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরে চোটের জন্যে ধর্মশালায় শেষ টেস্টে বিরাট দেশের হয়ে খেলতে পারেননি। কোহলির অনুপস্থিতিতে এই টেস্টে অজিঙ্ক রাহানে অধিনায়কত্ব করেন। ভারত ৮ উইকেটে টেস্ট জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

কোহলির অনুপস্থিতিতে ভারতের সিরিজ জয়

কোহলির অনুপস্থিতিতে ভারতের সিরিজ জয়

এখানেই শেষ নয়, আফগানিস্তান টেস্ট থেকে নিদাহাস ট্রফি, এশিয়া কাপ ২০১৮, একাধিক টুর্নামেন্টে বিরাটের অনুপস্থিতিতে জয় পেয়েছে ভারত। তাই টেস্ট সিরিজে কোহলি না থাকার কারণে আগে থেকে ভারতীয় দল ব্যাকফুটে ভাবতে নারাজ কিংবদন্তি গাভাসকর।

English summary
Sunil Gavaskar explains,Why Virat Kohli’s absence will be good for Indian players
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X