For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final: বৃষ্টিতে ফের দেরি, আইসিসি-র পরিকল্পনায় অখুশি গাভাসকর ও লক্ষ্মণ

Google Oneindia Bengali News

সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ পঞ্চম দিনের খেলা নির্ধারিত সময়ের ১ ঘণ্টা দেরিতে শুরু হল। দুই দলই মাঠে ওয়ার্ম আপ শুরু করেছিল সকালে। আকাশ সকাল থেকেই মেঘলা। খেলা শুরুর ঠিক আগেই হাল্কা বৃষ্টি নামে। ফাইনালে বৃষ্টি বারবার যেভাবে থাবা বসিয়েছে তাতে আইসিসি সমালোচনার মুখে পড়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনায় আইসিসি-র পরিকল্পনা যথাযথ নয় বলে দাবি ভারতের প্রাক্তনদের।

শুরুতেই বাধা

শুরুতেই বাধা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ও চতুর্থ দিন বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। আজও খেলা শুরু হল না নির্ধারিত সময়ে। এক ঘণ্টা দেরিতে এদিন খেলা শুরু হয়। ফলে কাল রিজার্ভ ডে-তে টেস্ট বিশ্বকাপ ফাইনালের ফয়সালা হবে কিনা তা বিশেষভাবে নির্ভর করবে আজকের প্রথম দুই ঘণ্টার উপর। আজ ভারতীয় সময় বিকেল তিনটে থেকে খেলা শুরুর কথা ছিল। দেরিতে শুরু হওয়ায় প্রথম সেশন চলবে বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা অবধি। দ্বিতীয় সেশনের খেলা হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট অবধি। তৃতীয় সেশনের খেলা রাত ৯টা থেকে ১১টা অবধি চলবে।৯৮ ওভার খেলা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে খেলা হবে ৯১ ওভার।

আশাবাদী ভারতীয় শিবির

আশাবাদী ভারতীয় শিবির

দুই দিনে বাকি রয়েছে ১৮৯ ওভার। অবশ্যই পুরো খেলা হলে। টেস্ট জিততে ভারতকে ফেলতে হবে নিউজিল্যান্ডের ১৮ উইকেট। প্রথম ইনিংসে কিউয়িরা পিছিয়ে ১১৬ রানে। ভারতের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে আজ বলেছেন, টেস্টের দুই দিন বৃষ্টিতে খেলা না হওয়া ক্রিকেটারদের কাছেও মোটেও ভালো লাগছে না। তবে পরিবার সাউদাম্পটনে থাকায় তাঁদের সঙ্গে সময় কাটিয়েছি। ইংল্যান্ডে ম্যাচের মোড় বদলাতে ৭-৮ ওভার লাগে। আমাদের বোলাররা যেমন সিম বোলার নিউজিল্যান্ডের বোলাররা স্যুইং করাতে পারেন বেশি ভালো। আমাদের বোলারদের নিজেদের শক্তির উপর আস্থা রেখে সঠিক লেংথে বোলিং করতে হবে। মেডেন নিয়ে বিপক্ষকে চাপে ফেলতে হবে। সেশন ধরে ধরে পরিকল্পনা যথাযথ প্রয়োগ করে খেলাই আমাদের লক্ষ্য।

সানির কথায়

সানির কথায়

বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ড্র বা টাই হলে ভারত ও নিউজিল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যদিও এরপর থেকে এই বিষয়টি নিয়ে আইসিসি-র ভাবা উচিত বলেই মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি বলেন, নিঃসন্দেহে একটি ফর্মুলা বের করতেই হবে। কীভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একটি দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা যায় সেটা আইসিসি-র ক্রিকেট কমিটির আলোচনা করে সিদ্ধান্তে আসা উচিত। দুই দিনে তিনটি ইনিংস শেষ হওয়া খুব কঠিন। একমাত্র দুই দলই খুব খারাপ ব্যাটিং করলে এই ম্যাচের ফয়সালা হতে পারে। ফলে ফুটবলে যেমন পেনাল্টি শুটআউট রয়েছে বা টেনিসে পাঁচ সেটের লড়াই বা টাইব্রেকার রয়েছে তেমন কিছুই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও রাখার পক্ষে সওয়াল করেছেন সানি।

অখুশি লক্ষ্মণ

অখুশি লক্ষ্মণ

দুই দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় প্রথম চার দিনে খেলা হয়েছে মাত্র ১৪১.১ ওভার। সুনীল গাভাসকরের মতোই আইসিসি-র ব্যবস্থাপনায় অখুশি ভিভিএস লক্ষ্মণ। তিনি বলেন, আইসিসি-র নিয়ম পর্যাপ্ত নয়। যে যা-ই বলুন চ্যাম্পিয়ন কোনও একটা দলেরই হওয়া উচিত। রিজার্ভ ডে থাকলেও টেস্টে ফয়সালা হবে কিনা আমি নিশ্চিত নই। আজকের ৪০ ওভার খুব গুরুত্বপূর্ণ। রস টেলরের উইকেট দ্রুত তুলে নিতে হবে। বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের বিব্রত করতে হবে। তবে ইশান্ত শর্মা লেংথে অভ্রান্ত থাকলেও মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহকে সঠিক লাইন, লেংথে বোলিং করায় বেশি মনোযোগী হওয়ার পরামর্শই দিয়েছেন লক্ষ্মণ।

English summary
Sunil Gavaskar And VVS Laxman Unhappy Over ICC's Decisions Regarding World Test Championship Final. Gavaskar Says ICC Should Come Up With Formula To Find Winner In Case Of Drawn WTC Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X