For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখর মন্থর, ব্যর্থ পন্থ! সুন্দর-শ্রেয়সের ব্যাটে ভর করে ভারত ২২০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ডকে

  • |
Google Oneindia Bengali News

ক্রাইস্টচার্চে ভারতের ব্যাটিং ভরাডুবি। তৃতীয় একদিনের আন্তর্জাতিক তথা সিরিজ পকেটে পুরতে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের দরকার ২২০ রান। ৪৭.৩ ওভারে ২১৯ রানেই শেষ ভারত। ওয়াশিংটন সুন্দর অর্ধশতরান করেন। এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন শ্রেয়স আইয়ার। বাকিরা ব্যর্থ। ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে কিউয়িরা।

৫০ ওভারও টিকল না ভারত

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। প্রথম পাওয়ারপ্লে অর্থাৎ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে শিখর ধাওয়ানের দল তোলে ৪৩ রান। দ্বিতীয় পাওয়ারপ্লে-তে ১১তম ওভার থেকে ৪০ ওভারের মধ্যে ভারত হারায় ৬টি উইকেট, ওঠে ১৩৭ রান। ১২ ওভারে ৫০ রান পূর্ণ হয়। ১০০ রান পূর্ণ হয় ২২.৪ ওভারে। ৩৪.২ ওভারে ওঠে ১৫০। ৪৪.১ ওভারে ২০০ রানে পৌঁছয় মেন ইন ব্লু। তৃতীয় পাওয়ারপ্লে-তে ভারত ৩৯ রানে ৩ উইকেট হারায়। অবশেষে ৪৭.৩ ওভারে ২১৯ রানেই থেমে যায় ভারতের ইনিংস।

শিখর মন্থর

আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে শিখর ধাওয়ানের রান তোলার গতি কমে যাওয়া মোটেই ভালো লক্ষণ নয়। ২০০৭ সাল থেকে ধরলে একদিনের আন্তর্জাতিকে এক ক্যালেন্ডার ইয়ারে ন্যূনতম ৫০০ রান করেছেন এমন ভারতীয় ব্যাটারদের মধ্যে কম স্ট্রাইক রেটের তালিকায় শিখর ধাওয়ানের অবস্থান আপাতত চারে। ২০০৭ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২৮টি ওডিআই ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৭১.৯৩। ২০০৮ সালে রোহিত শর্মার সমসংখ্যক ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৭২.৫৭। ২০০৭ সালে গৌতম গম্ভীর ২১টি ওডিআই ইনিংস খেলেছিলেন, স্ট্রাইক রেট ছিল ৭৪.৬৭। শিখর ধাওয়ান চলতি ক্যালেন্ডার ইয়ারে ১৯টি ইনিংস খেলেছেন, স্ট্রাইক রেট ৭৫.১১। এদিন তাঁর স্ট্রাইক রেট দাঁড়ায় ৬২.২২। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ভারত অধিনায়ক এদিন করেন ৪৫ বলে ২৮ রান। অপর ওপেনার শুভমান গিল ২২ বলে ১৩ রান করে আউট হন।

ব্যর্থ পন্থ

ব্যর্থ পন্থ

ঋষভ পন্থ এদিন চার নম্বরে ব্যাট করতে যান। প্রথম একদিনের আন্তর্জাতিকে ১৫ রান করেছিলেন, এদিন আউট হলেন ১৬ বলে ১০ রান করে। টি ২০ সিরিজেও তিনি দুটি ম্যাচে ৬ ও ১১ রান করে আউট হয়েছিলেন। লাগাতার ব্যর্থতায় পন্থকে নিয়ে প্রশ্ন উঠছে। সূর্যকুমার যাদব ১০ বলে ৬, দীপক হুডা ২৫ বলে ১২ রান করেন। এদিনও খেলানো হয়নি সঞ্জু স্যামসনকে। ২৫.৩ ওভারে ১২১ রানের মধ্যে ভারতের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। আটটি চারের সাহায্যে তিনে নামা শ্রেয়স আইয়ার করেন ৫৯ বলে ৪৯ রান।

সুন্দর অর্ধশতরান

সুন্দর অর্ধশতরান

ভারতকে দুশো পার করতে চওড়া হয়ে দাঁড়ায় ওয়াশিংটন সুন্দরের ব্যাট। সাতে নেমে সুন্দর ৬৪ বলে ৫১ রান করে আউট হন। তাঁর আউটের সঙ্গেই ভারতীয় ইনিংসে যবনিকা পড়ে। পাঁচটি চার ও একটি ছয় রয়েছে সুন্দরের ইনিংসে। দীপক চাহার ৯ বলে ১২ রান করেছেন। ২২ বলে ৮ রান করেন যুজবেন্দ্র চাহাল, এই ইনিংস খেলার ফাঁকে কাঁধে চোট পান তিনি। ৯ বলে ৯ রান করেন অর্শদীপ সিং। ৪ চার বল খেলে কোনও রান না করে অপরাজিত থাকেন উমরান মালিক।

মিচেল-মিলনের তিনটি করে উইকেট

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম ড্যারিল মিচেল। তিনি ৭ ওভারে ২৫ রান খরচ করে তিন উইকেট নেন। অ্যাডাম মিলনে ১০ ওভার হাত ঘুরিয়ে নেন ৩ উইকেট, তবে ৫৭ রান দেন। টিম সাউদি ৮.৩ ওভারে ৩৬ রানে ২টি উইকেট নেন। লকি ফার্গুসন ১০ ওভারে ৪৯ রান দিয়ে এবং মিচেল স্যান্টনার ২ ওভারে ১৫ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন। নতুন বলে সাউদির সঙ্গী ম্যাট হেনরি ২টি মেডেন-সহ ১০ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।

English summary
India Set The Target Of 220 Runs For New Zealand To Win The Series In Christchurch. Sundar Slams Fifty, Rishabh Fails Again, Dhawan Plays Slow Knock.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X