For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই সভাপতি পদে ১০ মাস, কতটা প্রভাব বিস্তার সৌরভের

বিসিসিআই সভাপতি পদে ১০ মাস, কতটা প্রভাব বিস্তার সৌরভের

  • |
Google Oneindia Bengali News

বাধ্য়তামূলক কুলিং অফের খাড়া গলায় নামলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ সম্পূর্ণ হয়েছে। তবে এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় পক্ষে গেলে ২০২৫ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ আসন পাকা হবে মহারাজের। মেয়াদ সম্পন্ন হলেও শীর্ষ আদালতের রায় না বেরোনো পর্যন্ত বিসিসিআই সভাপতি পদে কাজ চালিয়ে যাবেন দাদা। ক্রিকেটার, অধিনায়কের পর ক্রিকেট প্রশাসক হিসেবে প্রশংসা কুড়োনো সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই সভাপতি হিসেবে কাটানো দশ মাসের সাফল্য ও ব্যর্থতা দেখে নেওয়া যাক।

কবে বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ

কবে বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ

গত বছরের ২৩ অক্টোবর বিসিসিআই সভাপতি পদে বসেছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সংস্থার সচিব পদে আসীন হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। মসদনে বসে তাঁরা ভারতীয় ক্রিকেটে বদলের ডাক দিয়েছিলেন। তা কতটা সফল হল, এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য ভাবনা

প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য ভাবনা

বিসিসিআইয়ের শীর্ষ পদে আসীন হয়ে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য কিছু করার বার্তা দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মতো ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হলেও করোনা ভাইরাসের জেরে সেই প্রক্রিয়া মাঝপথে থমকে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই ভারতীয় বোর্ড এ ব্যাপারে ফের উদ্যোগী হবে বলে আশা দেওয়া হয়েছে।

আইপিএল নিয়ে জনমুখী সিদ্ধান্ত

আইপিএল নিয়ে জনমুখী সিদ্ধান্ত

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের কথা ভেবে বিসিসিআইয়ের শীর্ষ আসনে বসেই আইপিএলের খরচ কাটছাঁটের প্রক্রিয়া শুরু করে দেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার পাশাপাশি প্লে-অফের পুরস্কার মূল্যও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌরভের বোর্ড।

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএল

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএল

করোনা ভাইরাসের জেরে চলতি বছর যে ভারতে আইপিএল হওয়া সম্ভব নয়, তা আগেই বোঝা গিয়েছিল। তবু হাল ছাড়েনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। এটিকে বিসিসিআইয়ের বড় সাফল্য হিসেবে দেখছেন ক্রিকেট প্রেমীরা।

প্রশাসনিক পুনর্গঠন

প্রশাসনিক পুনর্গঠন

মসনদে বসে দুর্নীতিতে জর্জরিত বিসিসিআই-কে সঠিক রাস্তা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বোর্ড সভাপতি হওয়ার পর ইস্তফা দিয়েছেন চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও ও চিফ অপারেটিং অফিসার বা সিওও। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছে। এক কথায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে স্বচ্ছ করার ব্রত নিয়েছেন দাদা।

নতুন নির্বাচন কমিটি গঠন

নতুন নির্বাচন কমিটি গঠন

বহু মহলে সমালোচিত বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ও তাঁর সতীর্থ গগন খোদার কার্যকালের মেয়াদ শেষ হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজত্বকালে। অনুরোধ সত্ত্বেও তাঁদের পদ আঁকড়ে পড়ে থাকতে দেননি মহারাজ। ভারতীয় ক্রিকেটের নতুন প্রধান নির্বাচক হন প্রাক্তন স্পিনার সুনীল যোশী।

আইসিএ সমস্যার সমাধান

আইসিএ সমস্যার সমাধান

দেশের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে তৈরি ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ-কে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ। করোনা ভাইরাসের জেরে কাজ অসম্পূর্ণ থেকে যায়। এ ব্যাপারে আইসিএ প্রথমে সরব হলে পরে সৌরভ শিবিরের সমস্যা বোঝে।

দিন-রাতের টেস্ট

দিন-রাতের টেস্ট

এক সময় দিন-রাত বা গোলাপী বলের টেস্ট ফর্ম্যাট দূরে ঠেলে দিয়েছিল বিসিসিআই। বোর্ডের মাথায় বসে সেই ফর্ম্যাটকেই কাছে টেনে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপী বলের টেস্ট সফল ভাবে আয়োজন করে নজির স্থাপন করেন মহারাজ। ভারত ও বাংলাদেশের মধ্যে হয়েছিল ওই ম্যাচ। সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এবার অস্ট্রেলিয়ায় গিয়েও দিন-রাতের টেস্ট খেলবেন বিরাট কোহলিরা।

ইস্টবেঙ্গলের আবদনে কি সাড়া দিল এফএসডিএল? ফেডারেশনকে অন্ধকারে রাখা নিয়ে ক্ষোভ!ইস্টবেঙ্গলের আবদনে কি সাড়া দিল এফএসডিএল? ফেডারেশনকে অন্ধকারে রাখা নিয়ে ক্ষোভ!

English summary
Success and failure of Sourav Ganguly as BCCI president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X