For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনরায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মেন্টর পদে স্টিভ ওয়া, অ্যাসেজ লক্ষ্য অজিদের

চলতি অ্যাসেজ সিরিজে লড়াইয়ে ফিরতে ফের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মেন্টর করে আনা হল কিংবদন্তী স্টিভ ওয়াকে। যেনতেন প্রকারেণ ইংল্যান্ডকে হেডিংলে টেস্ট হারের পাল্টা দিতে মরিয়া অজি শিবির।

  • |
Google Oneindia Bengali News

চলতি অ্যাসেজ সিরিজে লড়াইয়ে ফিরতে ফের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মেন্টর করে আনা হল কিংবদন্তী স্টিভ ওয়াকে। যেনতেন প্রকারেণ ইংল্যান্ডকে হেডিংলে টেস্ট হারের পাল্টা দিতে মরিয়া অজি শিবির। অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক স্টিভ ওয়ার পেপ টকে স্টিভ স্মিথদের পারফরম্যান্সে পরিবর্তন আসার ব্যাপারে বিশ্বাসী অজি শিবির।

প্রথম দুই টেস্টে ছিলেন স্টিভ

প্রথম দুই টেস্টে ছিলেন স্টিভ

চলতি অ্যাসেজ সিরিজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মেন্টর ছিলেন সেদেশের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক স্টিভ ওয়া। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়েও যায় অস্ট্রিলিয়া।

 ফিরে যান স্টিভ

ফিরে যান স্টিভ

অ্যাসেজের দুটি টেস্ট শেষ হওয়ার পর চুক্তি মাফিক ব্যক্তিগত কারণে ইংল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে যান স্টিভ ওয়া। তাঁকে ছাড়াই হেডিংলে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের জয়

ইংল্যান্ডের জয়

হেডিংলে টেস্টে চেপে বসেও টেস্ট ম্যাচ হাতছাড়া হয় অস্ট্রেলিয়ার। বেন স্টোকসের অতিমানবিক ১৩৫ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচ জেতে ইংল্যান্ড।

হারের ধাক্কা

হারের ধাক্কা

ওই হারের ধাক্কায় চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে বেশ কিছু পরিবর্তন ঘটানো হচ্ছে। একই ভাবে সাফল্য পেতে স্টিভ ওয়াকে আরও একবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মেন্টর পদে ফিরিয়ে আনা হয়েছে।

স্টিভের নেতৃত্বে

স্টিভের নেতৃত্বে

২০০১ সালে স্টিভ ওয়ার নেতৃত্বেই ইংল্যান্ডে শেষবার অ্যাসেজ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ৪-১ ফলে সিরিজ ফয়সালা হয়েছিল।

English summary
Steve Waugh returns to Australia cricket team mentor for Ashes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X