For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধু বিরাটকে ছুঁয়েও এক কদম এগিয়েই থাকলেন স্মিথ! ১৬ মাস পর ফের স্বমহিমায়

বন্ধু বিরাটকে ছুঁয়েও এক কদম এগিয়েই থাকলেন স্মিথ! কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

সিডনিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দুর্দান্ত শতরান এল অস্ট্রলিয় ব্যাটসম্যান স্টিভ স্মিথের ব্যাট থেকে। একই সঙ্গে মাঠের শত্রু তথা ব্যক্তিগত জীবনে পরম বন্ধু বিরাট কোহলিকে ধরে ফেললেন প্রাক্তন অজি অধিনায়ক। অন্য এক পরিসংখ্যানে ভারত অধিনায়ককে টপকেও গেলেন স্মিথ। দীর্ঘদিন পর স্মিথের ব্যাট থেকে বেরোনো ঝকঝকে শতরানে মজেছে ক্রিকেট দুনিয়া।

স্মিথের শতরান

স্মিথের শতরান

সিডনিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২২৬ বলে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। ১৬টি চার আসে তাঁর ব্যাট থেকে। সবমিলিয়ে টেস্টে ২৭টি শতরানের মালিক হয়েছেন স্টিভ। ধরে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। টেস্টে ২৭টি শতরান হাঁকিয়েছেন রান মেশিনও।

১৬ মাস পর শতরান

১৬ মাস পর শতরান

২০১৯ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ টেস্টে শেষ শতরান হাঁকিয়েছিলেন স্টিভ স্মিথ। এরপর প্রায় ১৬ মাস তাঁর ব্যাট শান্তই ছিল। এই ম্যাচের আগে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ চার ইনিংস থেকে টেনেটুনে ১০ রান করেছিলেন স্মিথ। ফলে সিডনি টেস্টে শতরান প্রাক্তন অজি অধিনায়কের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

দ্বিতীয় দ্রুততম স্মিথ

দ্বিতীয় দ্রুততম স্মিথ

বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ২৭টি শতরান হাঁকিয়েছেন স্টিভ স্মিথ। এই নজির ছুঁতে ১৩৬টি ইনিংস নিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। তালিকার শীর্ষ স্থানে থাকা ডন ব্র্যাডম্যান ৭০টি টেস্ট ইনিংস খেলে ২৭টি শতরান হাসিল করেছিলেন। দুই অজি ব্যাটসম্যানের অনেকটাই পিছনে রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও রান মেশিন বিরাট কোহলি।

রানে টপকে গেলেন বিরাটকে

রানে টপকে গেলেন বিরাটকে

সিডনিতে অনবদ্য ইনিংসের হাত ধরে টেস্ট রানেও বিরাট কোহলিকে টপকে গেলেন স্টিভ স্মিথ। ৭৬টি টেস্ট ম্যাচ খেলে প্রাক্তন অজি অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৭৩৬৮ রান। অন্যদিকে ৮৭টি টেস্ট ম্যাচ খেলে ৭৩১৮ রান করেছেন ভারত অধিনায়ক।

English summary
Steve Smith surpassed Virat Kohli in test in runs, equals in century
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X