For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে দাপট অস্ট্রেলিয়ার, কামিন্সের পরিবর্তে নেতৃত্বে কেন স্মিথ?

  • |
Google Oneindia Bengali News

অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেট হারিয়ে ২২১ রান। মার্নাস লাবুশানে ৯৫ রানে অপরাজিত রয়েছেন। ব্রিসবেনে ৬ রানের জন্য শতরান হাতছাড়া করার পর এদিনও সেঞ্চুরির পাঁচ রান দূরেই থামলেন ডেভিড ওয়ার্নার। ১৮ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ।

অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে দাপট অস্ট্রেলিয়ার

বল বিকৃতি কাণ্ডে জড়়িয়ে নির্বাসিত হওয়ার পর এই প্রথম অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। সেটাও ঠিক হয়েছে একেবারে শেষ মুহূর্তে। প্রি-টেস্ট ডিনারে গিয়ে এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল স্টার্ক, নাথান লিয়ঁও গিয়েছিলেন ওই রেস্তোরাঁয়। কিন্তু যিনি করোনা আক্রান্ত বলে চিহ্নিত হন তিনি ছিলেন কামিন্সের পাশের টেবিলেই। কামিন্সের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও কোভিড বিধি মেনে কামিন্সকে সাত দিন আইসোলেশনে থাকতে হচ্ছে। এরপরই স্টিভ স্মিথকে জানিয়ে দেওয়া হয় অ্যাডিলেড টেস্টে তিনিই নেতৃত্ব দেবেন।

স্মিথ টস জিতে ব্যাটিং নিলেও অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৭.৩ ওভারে দলের চার রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে কট বিহাইন্ড হন মার্কাস হ্যারিস। ২৮ বলে ৩ রান করেন তিনি। জস বাটলার তাঁর দুরন্ত তালুবন্দি করেন। এরপর পরিস্থিতি সামাল দেয় ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানের জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা ৭২ রান যোগ করেন। ৬৪.২ ওভারের মাথায় বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড ওয়ার্নার। তিনি ব্রিসবেনে প্রথম টেস্টে ৯৪ রানের মাথায় আউট হয়েছিলেন। আজ করলেন ১৬৭ বলে ৯৫, মেরেছেন ১১টি বাউন্ডারি।

কেরিয়ারের ২০তম টেস্টে ২ হাজার রান পূর্ণ করার পর দিনের শেষে সাতটি বাউন্ডারির সাহায্যে ২৭৫ বলে ৯৫ রান করে অপরাজিত রয়েছেন লাবুশানে। দিনের খেলা শেষের কিছু আগে উইকেটকিপার জস বাটলার লাবুশানের সহজ ক্যাচ ফেলেন। ২১ রানের মাথাতেও মার্নাসের ক্যাচ ফেলেছিলেন বাটলার। এই মুহূর্তে লাবুশানে টেস্টে বিশ্বের ২ নম্বর ব্যাটার। স্টিভ স্মিথকে তিনে নেমে সদ্যপ্রকাশিত তালিকায় দুইয়ে উঠে এসেছেন লাবুশানে। ৭১ বল খেলে ১৮ রানে অপরাজিত রয়েছেন স্মিথ, তাঁর ইনিংসে রয়েছে দুটি চার। ইংল্যান্ড অধিনায়ক জো রুট পাঁচ বিশেষজ্ঞ বোলারকে ব্যবহার করার পাশাপাশি নিজেও ১১ ওভার হাত ঘুরিয়েছেন। কিন্তু সারাদিনে দুটির বেশি উইকেট তুলতে পারেনি থ্রি লায়ন্স। প্যাট কামিন্সের জায়গায় অস্ট্রেলিয়া দলে অভিষেক হয়েছে মাইকেল নেসেরের।

English summary
Steve Smith-Led Australia In Commanding Position Against England In The 2nd Ashes Test In Adelaide. Till The End Of Day 1, Australia Have Scored 221 Runs For The Loss Of 2 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X