For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পেইনকে অপমান করিনি', ইয়ান চ্যাপেলকে জবাব দিলেন স্টিভ স্মিথ

'পেইনকে অপমান করিনি', ইয়ান চ্যাপেলকে জবাব দিলেন স্টিভ স্মিথ

  • |
Google Oneindia Bengali News

দলের অধিনায়ক টিম পেইনকে তিনি অপমান করেননি। বরং তাঁকে সাহায্য করতে চেয়েছিলেন বলে দাবি তুলে স্বদেশী লেজেন্ড ইয়ান চ্যাপেলকে জবাব দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তাঁর আচরণের অপব্যাখ্যা না করার অনুরোধও জানিয়েছেন স্মিথ।

পেইনকে অপমান করিনি, ইয়ান চ্যাপেলকে জবাব দিলেন স্টিভ স্মিথ

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে পাকিস্তানকে এক ইনিংস ও ৪৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টিম পেইন শিবির। দেশ জিতলেও এই ম্যাচেই স্টিভ স্মিথের আচরণে অসন্তুষ্ট হয়েছেন অজি লেজেন্ড তথা প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।

বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে এক বছরেরও বেশি সময় পর ক্রিকেটে ফিরলেও এখনও অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ফিরে পাননি স্টিভ স্মিথ। তবে ব্যাট হাতে বাইশ গজে ফুল ফোটাতে শুরু করেছেন। একই সঙ্গে অন ফিল্ডে তাঁর নাড়াচাড়াও খানিকটা নেতার মতোই।

অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনকে টপকে স্টিভ স্মিথকে ফিল্ডিং সাজাতে দেখা যায়। সেই ছবি ক্যামেরাতেও ধরা পড়ে। স্মিথের এই আচরণেই অসন্তুষ্ট হন অজি লেজেন্ড ইয়ান চ্যাপেল। তাঁর কথায়, অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনকে অপমান করেছেন স্টিভ। ইয়ান চ্যাপেলর বক্তব্য, অধিনায়কের সঙ্গে কথা না বলেই ফিল্ডারকে তাঁর জায়গা থেকে সরার নির্দেশ দেন স্টিভ স্মিথ।

এর উত্তরে স্টিভ স্মিথ বলেন, অধিনায়ক টিম পেইনকে অপমান করার মানসিকতা তাঁর ছিল না। অধিনায়ক হিসেবে পেইন দুর্দান্ত ভূমিকা পালন করছেন। তিনি শুধু নিজের পরামর্শ দিয়ে অজি অধিনায়ককে সাহায্য করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন স্টিভ স্মিথ।

English summary
Steve Smith give answer to Ian Chappell on captaincy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X