For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Asia Cup: ভারত-পাকিস্তান দুই দেশেরই রয়েছে একাধিক চমকপ্রদ রেকর্ড, না দেখলে অনেক তথ্য মিস করবেন

Asia Cup: ভারত-পাকিস্তান দুই দেশরই রয়েছে একাধিক চমকপ্রদ রেকর্ড

Google Oneindia Bengali News

ভারত বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এ বারের এশিয়া কাপ। এই হাইপ্রোফাইল ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা রয়েছে চরমে। এশিয়া কাপে মেগা ম্যাচের আগে জেনে নিন এশিয়া কাপে দুই দলের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।

ব্যক্তিগত সর্বোচ্চ রান:

ব্যক্তিগত সর্বোচ্চ রান:

এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন সচিন তেন্ডুলকর। ২৩ ম্যাচে ৯৭১ রান করেছেন সচিন । তাঁর সর্বোচ্চ ১১৪ রান। ৫১.১০ গড়ে এই প্রতিযোগীতায় ব্যাটিং করেছেন মাস্টার ব্লাস্টার।

পাকিস্তানের হয়ে এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিক শোয়েব মালিক। প্রাক্তন পাক অধিনায়ক ২১ ম্যাচে ৯০৭ রান করেছেন। এশিয়া কাপে শোয়েবের সর্বোচ্চ রান ১৪৩, তাঁর গড় ৬৪.৭৮।

সর্বাধিক উইকেট:

সর্বাধিক উইকেট:

এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী রবীন্দ্র জাডেজা। ১৮ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন জাড্ডু। তাঁর সেরা বোলিং ফিগার ৪/২৯।

এশিয়া কাপে পাকিস্তানের সর্বাধিক উইকেট সংগ্রহকারী সাইদ আজমল। ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ২৫টি উইকেট। আজমলের সেরা বোলিং ফিগার ৩/৩৬

সেরা বোলিং ফিগার:

সেরা বোলিং ফিগার:

ভারতের হয়ে সেরা বোলিং ফিগার বীরেন্দ্র শেহওয়াগের। ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৬ রান খরচ করে ৪ উইকেট পেয়েছিলেন তিনি।

পাকিস্তানের হয়ে সেরা বোলিং করেছেন সোহেল তনবীর। ২০০৮ সালে শ্রীলঙ্কার হয়ে ৪৮ রানে ৫ উইকেট সংগ্রহ করেন তিনি।

ব্যক্তিগত সর্বাধিক রান:

ব্যক্তিগত সর্বাধিক রান:

২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রান করেন বিরাট কোহলি। এটি এশিয়া কাপে যে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বাধিক রান।

২০০৪ সালে ইউনিস খান হংকং-এর বিরুদ্ধে ১৪৪ রান করেন। এটি এশিয়া কাপে পাকিস্তানের কোনও ব্যাটসম্যানের সর্বাধিক রান।

সর্বোচ্চ পার্টনারশিপ:

সর্বোচ্চ পার্টনারশিপ:

এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। ২০১৮ এশিয়া কাপে প্রথম উইকেটে ২১০ রানের পার্টনারশিপ গড়ে ভারত।

পাকিস্তানের সর্বোচ্চ পার্টনারশিপও তৈরি হয়েছিল ২০১৮ সালের এশিয়া কাপে। দ্বিতীয় উইকেটে ইমাম-উল-হক এবং বাবর আজম আফগানিস্তানের বিরুদ্ধে ১৫৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

সর্বাধিক শতরান:

সর্বাধিক শতরান:

এশিয়া কাপে ভারতের হয়ে সর্বাধিক শতরান রয়েছে বিরাট কোহলির। ৩টি শতরান করেছেন কোহলি।

এশিয়া কাপে পাকিস্তানের হয়ে সর্বাধিক তিনটি শতরান করেছেন শোয়েব মালিক

সর্বাধিক অর্ধ-শতরান:

সর্বাধিক অর্ধ-শতরান:

এশিয়া কাপে ভারতের হয়ে যৌথ ভাবে সর্বাধিক অর্ধ-শতরানের মালিক রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকর। দু'জনেই ৭টি করে অর্ধ-শতরান করেন।

পাকিস্তানের হয়ে সর্বাধিক অর্ধ-শতরান করেছেন ইনজামাম-উল-হক। ৬টি অর্ধ-শতরান রয়েছে ইনজির।

সর্বাধিক রান:

সর্বাধিক রান:

এশিয়া কাপে ২০০৮ সালে হংকং-এর বিরুদ্ধে ৩৭৪/৪ রান তোলে ভারত। এটি এশিয়া কাপে ভারতের সর্বাধিক দলগত রান।

২০১০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৮৫/৭ রান তোলে পাকিস্তান। এটি এশিয়া কাপে পাকিস্তানের সর্বাধিক দলগত রান।

সব থেকে কম রান:

সব থেকে কম রান:

২০১৬ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সব থেকে কম রানটি করে ভারত। ১৬৬/৬ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস।

২০১৮ সালেই পাকিস্তান এশিয়া কাপে সব থেকে কম রান তোলে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ৮৩/১০ রানে।

সর্বাধিক খেতাব:

সর্বাধিক খেতাব:

মোট সাত বার এশিয়া কাপ জিতেছে ভারত (১৯৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮)। এশিয়া কাপের সফলতম দল ভারত।

পাকিস্তান দুই বার এশিয়া কাপ জেতে। ২০০০ এবং ২০১২ সালে এশিয়া কাপ জেতে পাকিস্তান।

ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা, রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলেরডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা, রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

English summary
Stats of India and Pakistan in Asia Cup History.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X