For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে প্রথমে ব্যাটিং করা কি অ্যাডভান্টেজ, কী বলছে পরিসংখ্যান

ইংল্যান্ডের মাটিতে সিংহভাগ দলই এবার টস জিতে ব্যাটিং নিয়ে বড় রান হাঁকাচ্ছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৯৭ রান তুলেছে ইংল্যান্ড।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের মাটিতে সিংহভাগ দলই এবার টস জিতে ব্যাটিং নিয়ে বড় রান হাঁকাচ্ছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৯৭ রান তুলেছে ইংল্যান্ড। শুধু তাই নয়, প্রথমে ব্যাট করে ব্যাটসম্যানরাও বড় রান পাচ্ছেন। প্রথমে ব্যাট করার সময়ে ১৫৩ রান হাঁকিয়েছেন জেসন রয়। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চও প্রথমে ব্যাট করে ১৫৩ রান করেছেন।

বিশ্বকাপে প্রথমে ব্যাটিং করা কি অ্যাডভান্টেজ, কী বলছে পরিসংখ্যান

সেক্ষেত্রে বিশ্বকাপে প্রথমে ব্যাটিং করা কি অ্যাডভান্টেজ, কী বলছে পরিসংখ্য়ান---

বিশ্বকাপের প্রথম ১৫ ম্যাচের(১২ জুন পর্যন্ত) বিচারে প্রথমে ব্যাট করা দলের রান-

১) প্রথমে ব্যাট করা দল ৩০০ প্লাস রান তুলেছে ৬ বার।

২) প্রথমে ব্যাট করা দল ২৫০-২৯৯ রানের মধ্যে ইনিংস শেষ করেছে ১ বার।

৩) ২৫০ রানের কমে ইনিংস শেষ হয়েছে ৭ বার।

পরিসংখ্যান বলছে প্রথমে ব্যাট করা দল ম্যাচ জিতেছে ৮ বার।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে -

১)৩০০ এর বেশি রান উঠেছে মাত্র ৩ বার।

২)২৫০-২৯৯ রান উঠেছে মাত্র ৩ বার।

৩)২৫০ রানের কম উঠেছে ৮ বার।

বিশ্বকাপের দ্বিতীয় ১৫ ম্যাচের (২৬ জুন পর্যন্ত) বিচারে প্রথমে ব্যাট করা দলের রান-

১) তিনশো প্লাস রান উঠেছে ৬ বার,
২) ২৫০-৩০০ এর মধ্যে রান উঠেছে ৩ বার
৩)২৫০ রানের কম উঠেছে ৬ বার

দ্বিতীয় ইনিংসে ব্যাট করে -

১)৩০০ এর বেশি উঠেছে মাত্র ২ বার,

২)২৫০-২৯৯ উঠেছে ২ বার ও

৩)২৫০ এর নীচে রান উঠেছে ১১ বার।

English summary
stat show batting first becoming an advantage at CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X