For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়লেন এই বোলার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান পেসার কাসুন রাজিথা। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ৭৫ রান খরচ করেন কাসুন। 

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান পেসার কাসুন রাজিথা। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ৭৫ রান খরচ করেন কাসুন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়লেন এই বোলার

অ্যাডিলেডে এদিন বল হাতে একেবারেই দাগ কাটতে পারেননি শ্রীলঙ্কার ২৬ বছর বয়সী এই পেসার। কাসুনের এদিন ইকোমনি রেট ১৮.৭৫! বোলিং স্পেলের প্রথম ওভারে ১১ রান খরচের পর দ্বিতীয় ওভারে ২১ রান খরচ করেন। বোলিং কোটার পরের দুই ওভারে এরপর ২৫ ও ১৮ রান খরচ করেন কাসুন। চার ওভার হাত ঘুরিয়ে ৭টি বাউন্ডারি ও ৬টি ছয় হজম করেছেন শ্রীলঙ্কার এই পেসার।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ ওভারে সর্বোচ্চ ৭০ রান খরচ করার রেকর্ড ছিল তুরস্কের তুনাহান তুরানের। চলতি বছরের অগাস্টে চেক রিপাবলিকের বিরুদ্ধে এক ম্যাচে এই রান খরচ করেন তুনাহন।

অন্যদিকে ম্যাচে এদিন দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। ৫৬ বলে শতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন।প্রসঙ্গত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই ওয়ার্নারের প্রথম শতরান। সেই সঙ্গে ৩৩ তম জন্মদিন পা দিয়ে শতরান হাঁকিয়ে নিজেই নিজেকে সেরা উপহার দিলেন ওয়ার্নার। বাঁ-হাতি ওপেনারের বিধ্বংসী ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ৪টি ছয় দিয়ে।

অ্যাডিলেডে আজ ওয়ার্নারের এমন বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে শ্রীলঙ্কা ৯৯ রান তোলে। ১৩৪ রানে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া।

English summary
Sri lankan pacer Kasun Rajitha becomes most expensive bowler in T20i
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X