For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক ক্রিকেটে করোনার থাবা, অনিশ্চয়তায় শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফর

আন্তর্জাতিক ক্রিকেটে করোনার থাবা, অনিশ্চয়তায় শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফর

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেটে ফের করোনার (Covid-19) থাবা। তার জেরেই এবার অনিশ্চয়তার মুখে পড়ল শ্রীলঙ্কার (Sri Lanka) ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফর। ২০ ফেব্রুয়ারি থেকে সফর শুরুর কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্রীড়াসূচিতে রদবদল আসতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেটে করোনার থাবা, অনিশ্চয়তায় শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফর

করোনা সংক্রমণ বাড়তে থাকায় দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত রাখা্র পথে হেঁটেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা নিয়ে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ক্রিকেট সাউথ আফ্রিকা অজিদের সফর বাতিলের যৌক্তিকতা খুঁজে না পেয়ে তুলে ধরেছিল নিজেদের দেশে শ্রীলঙ্কার বিরুদ্ধে সফলভাবে সিরিজ আয়োজনের কথা। এরপর দেশে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। কিন্তু ক্যারিবিয়ান সফরের আগেই ধাক্কা খেল শ্রীলঙ্কা।

চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্ততি সারছে শ্রীলঙ্কা দল। তার মধ্যেই পর্যায়ক্রমে করোনা পরীক্ষাও চলছে নিয়ম মেনে। তাতেই দেখা গিয়েছে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যই করোনা আক্রান্ত। একজন হলেন কোচ মিকি আর্থার (Mickey Arthur), অপরজন ব্যাটসম্যান লহিরু থিরিমানে (Lahiru Thirimane)। কোচিং স্টাফ, নেট বোলার-সহ শ্রীলঙ্কা দলের মোট ৩৬ জনের আরটিপিসিআর টেস্ট হয়েছে গতকাল। তার মধ্যে আর্থার ও থিরিমানের রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে তাঁদের শ্রীলঙ্কায় কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলে আজ এক বিবৃতি জারি করে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিকেলে থিরিমানে টুইট করে জানিয়েছেন, আমি করোনা আক্রান্ত বলে খবর পেয়েছি। আমার কোনও উপসর্গ নেই। কীভাবে সংক্রমিত হলাম, সেটাই বুঝতে পারছি না। তবে আমার মাধ্যমে যাতে কেউ সংক্রমিত না হন সে ব্যাপারে সতর্ক রয়েছি।

২৮ জানুয়ারি থেকে তিনটি দলে ভাগ হয়ে আলাদা সময়ে অনুশীলন করছে শ্রীলঙ্কা দল। তবে গত মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরের সম্ভাব্য দলে থাকা সিমার বিনুরা ফার্নান্দো ও সিম বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নের করোনা পজিটিভ ধরা পড়ায় তাঁদের শিবির থেকে বের করে দেওয়া হয়েছিল। এবার কোচ ও গুরনত্বপূর্ণ ব্যাটসম্যানের করোনা ধরা পড়ায় ক্রীড়াসূচিতে রদবদলের পথেই হাঁটতে হবে শ্রীলঙ্কা বোর্ড (SLC)-কে। সবরকম সতর্কতাও অবলম্বন করা হচ্ছে।

বিরাটই আমাদের ক্যাপ্টেন, আমি ব্যাক সিটে থেকেই সাহায্য করব: রাহানেবিরাটই আমাদের ক্যাপ্টেন, আমি ব্যাক সিটে থেকেই সাহায্য করব: রাহানে

English summary
Sri Lanka tour of West Indies doubtful as coach arthur and batsman thirimane tested covid positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X