For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড সফরের আগেই বোর্ডের চুক্তিপত্র প্রত্যাখ্যান করে বিদ্রোহী শ্রীলঙ্কার ক্রিকেটাররা

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সংঘাত বড় চেহারা নিল। বোর্ডের দেওয়া চুক্তিপত্র প্রত্যাখ্যান করলেন শ্রীলঙ্কার ৩৮ জন ক্রিকেটার। বুধবার গভীর রাতে ইংল্যান্ড সফরে রওনা হওয়ার আগে তাই সমস্যা নিশ্চিতভাবেই জটিলতর আকার ধারণ করল।

ইংল্যান্ড সফরের পর ভারতের বিরুদ্ধে সিরিজ শ্রীলঙ্কার

অরবিন্দ ডি সিলভার নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সুপারিশ মেনে ক্রিকেটারদের জন্য পারফরম্যান্সভিত্তিক চুক্তির ব্যবস্থা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যদিও বাংলাদেশ সফর চলাকালীনই জানা গিয়েছিল, ক্রিকেটাররা সেই চুক্তিপত্রে সই করবেন না। শ্রীলঙ্কা দলের সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ হওয়ায় তিন ফরম্যাটের ব্যৃাঙিক্ংয়ের দশা খুব খারাপ জায়গায় পৌঁছানোতেই এই কঠিন পদক্ষেপ নিতে হলো বলে জানানো হয়েছিল বোর্ডের তরফে।

ইংল্যান্ড সফরের পর ভারতের বিরুদ্ধে সিরিজ শ্রীলঙ্কার

২৪ জন ক্রিকেটারকে বোর্ড সেন্ট্রাল কনট্রাক্টের আওতায় আনার ব্যবস্থা করে। ৭০ হাজার থেকে ১ লক্ষ মার্কিন ডলারের বার্ষিক চুক্তি হওয়ার কথা চারটি ক্যাটেগরিতে। শ্রীলঙ্কা দলের তারকা ধনঞ্জয় ডি সিলভার সবচেয়ে বেশি ১ লক্ষ মার্কিন ডলার পাওয়ার কথা। যদিও শুরু থেকেই শ্রীলঙ্কা ক্রিকেটাররা চুক্তিতে সই করতে রাজি হচ্ছিলেন না। সই করার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয় ৩ জুন অবধি। ডি সিলভা আশ্বাস দিয়েছিলেন, ক্রিকেটারদের স্বার্থ সুরক্ষিত রাখা হবে। ক্রিকেটাররা ভালো খেলায় মন দিন। যদিও বাংলাদেশে একদিনের সিরিজ হারে শ্রীলঙ্কা।

ইংল্যান্ড সফরের পর ভারতের বিরুদ্ধে সিরিজ শ্রীলঙ্কার

আজ সিনিয়র-সহ ৩৮ জন ক্রিকেটার যৌথ বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ড সফরের ট্যুর কনট্রাক্টেও কেউ স্বাক্ষর করবেন না। অন্য কোনও সফরের ট্যুর কনট্রাক্টেও সই করা হবে না। যে অঙ্কের বিনিময়ে চুক্তি করা হচ্ছে তা শ্রীলঙ্কার ক্রিকেটাররা পছন্দ করছেন না এবং অনেকেই ভালো পারফর্ম করেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। এমনও অভিযোগ রয়েছে, যে অর্থের বিনিময়ে চুক্তি করা হচ্ছে তা অন্য দেশের ক্রিকেটারদের তুলনায় অনেক কম। ১৮ জুন থেকে ৪ জুলাই অবধি ইংল্যান্ড সফরে তিনটি ওয়ান ডে ও তিনটি টি ২০ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। তারপর ভারতের শ্রীলঙ্কা সফর। যদিও শ্রীলঙ্কার ক্রিকেটাররা জানিয়ে দিয়েছেন, চুক্তি সই না করলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বেতন না দিলেও দেশের হয়ে খেলবেন না এমন কথা ক্রিকেটাররা কখনও বলেননি। কার সঙ্গে কত অঙ্কের চুক্তি হচ্ছে সে তথ্য প্রকাশ্যে চলে আসাতেও ক্ষুব্ধ সিনিয়র ক্রিকেটাররা।

English summary
Sri Lanka Players Refuse To Sign Central Contract Offered By Cricket Board Ahead Of England Tour. The Team Is Due To Leave For England On Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X