For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Asia Cup 2022: বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা

Bangladesh vs Sri Lanka, Bangladesh, Sri Lankar, Asia Cup, Asia Cup 2022, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এশিয়া কাপ, এশিয়া কাপ ২০২২

Google Oneindia Bengali News

এশিয়া কাপ ২০২২-এ প্রথম জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা। বাংলাদেশকে ২ উইকেটে পরাজিত করল লঙ্কা বাহিনী। এরই সঙ্গে সুপার ফোরে পৌঁছে গেল তারা। দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। দুবাইয়ে আয়োজিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দসুন শনাকার দলের বোলিং লাইন শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসকে কম রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেনি। মেহদি হাসান-আফিফ হোসেনদের মতো মুষ্টিমেয় কিছু ব্যাটসম্যানের দাপটে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে করে ১৮৩/৭ রান তোলে।

Asia Cup 2022: বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা

মেহদি হাসান মিরাজ ২৬ বলে করেন ৩৮ রান। অপর ওপেনার সাব্বির রহমান অত্যন্ত হতাশ করেছেন। তিনি ৫ রানে আউট হন। তিন নম্বরে ব্যাটিং করতে নামে অধিনায়ক শাকিব আল হাসান ২৪ রান করেন। ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। শেষেস দিকে ২৭ রান করেন মাহমুদুল্লা। ৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলে মোসাদ্দাক হোসেন এবং ৬ বলে ১১ রান করে তাসকিন আহমেদ বাংলাদেশকে লড়াই চালানোর মতো জায়গায় পৌঁছে দেন। শ্রীলঙ্কার হয়ে দু'টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চামিকা করুণারত্ন।

বাংলাদেশের দেওয়া ১৮৪ রান তাড়া করতে নেমে ব্যাটিং অর্ডারে ধস নামে শ্রীলঙ্কার। পথুম নিশঙ্ক ১৯ বলে ২০ রানের ইনিংস খেলেন। পথুম আউট হওয়ার সঙ্গেই চরিথা আশালাঙ্কা ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ধনুষ্কা গুণতিলকা করেন ১১ রান, ভানুকা রাজাপক্ষ করেন ২ রান। এর ফলে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এই অবস্থায় দ্বীপ রাষ্ট্রের দলটিকে উইকেটরক্ষক কুশল মেন্ডিস অনবদ্য ৬০ রান করে নির্ভরতা না দিলে এত দূর এগোতে পারত না অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কার ক্রিকেট দল। কুশল মেন্ডিসের উইকেট তুলে নেওয়ার পর ফের টাইগাররা চেপে ধরে শ্রীলঙ্কাকে। এই অবস্থায় মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসানদের একের পর এক কড়া প্রশ্নের জবাব দিয়ে শ্রীলঙ্কার টলমল করতে থাকা ইনিংসকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক দসুন শনাকা। ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।

Asia Cup 2022: বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা

ওয়ানিন্দু হাসারাঙ্গা করেন ২ রান। শেষ ওভারের আগে ম্যাচ রুদ্ধশ্বাস মোর নেয় যখন ১৬ রানে রান আউট হন ব্যাটে-বলে ভাল মতো সংযোগ করতে পারা চামিকা করুণারত্নে। শেষ ওভারে বাংলাদেশের সামনে দুই নতুন ব্যাটসম্যান তাও আবার লোয়ার অর্ডারের। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের লাগত স্রেফ দুই উইকেট অন্য দিকে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। এই অবস্থায় শেষ ওভারের প্রথম বলে লেগ বাইয়ে শট রান নিয়ে মহেশ থিকশানে স্ট্রাইকে আনেন অসিথা ফার্নান্ডোকে। দ্বিতীয় বলেই চার মারেন তিনি। তৃতীয় বলটি নো বল করেন এবং এর সঙ্গেই আরও দুই রান নিয়ে শ্রীলঙ্কাকে সুপার ফোরে তুলে দেন অসিথা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট পেলেও এই হারের নেপথ্যে অনেক অংশে দায়ী ৪ ওভারে ৫১ রান খরচ করা এবাডাট হোসেন। ২.২ ওভারে ১ উইকেট নিয়ে ৩০ রান খরচ করেন মেহদি হাসান। এ ছাড়া মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান ভাল বোলিং-ই করেছেন। সব থেকে ভাল বোলিং করেছেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন।

English summary
Sri Lanka beat Bangladesh by 2 wickets in Asia Cup 2022. This is second consecutive defeat of the team in this tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X