For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাসন কাটিয়ে ৭ বছর পর মাঠে প্রত্যাবর্তন, ওয়াংখেড়েতে বোল্ড করে হুঙ্কার শ্রীসন্থের

নির্বাসন কাটিয়ে ৭ বছর পর মাঠে প্রত্যাবর্তন, ওয়াংখেড়েতে বোল্ড করে হুঙ্কার শ্রীসন্থের

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে স্পট ফিক্সিং করায় ৭ বছরের নির্বাসন। আর সেই নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই উইকেটের ছন্দের সান্তাকুমারন শ্রীসন্থ। করোনা পরবর্তী সময় ১০ জানুয়ারি থেকে মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট দিয়ে ভারতের মাঠে বোর্ডের টুর্নামেন্টে কাঠি পড়েছে। জৈব সুরক্ষার মধ্য়ে চলছে ম্যাচ। আর নির্বাসন কাটিয়ে মুস্তাক আলিতে বল হাতে পেয়েই উইকেট তুলে নিলেন শ্রীসন্থ।

নির্বাসন কাটিয়ে ৭ বছর পর মাঠে প্রত্যাবর্তন, ওয়াংখেড়েতে বোল্ড করে হুংকার শ্রীসন্থের

সোমবার ওয়াংখেড়েতে পুদুচেরির বনাম কেরল ম্যাচে কেরলের জার্সিতে বল করেন শ্রীসন্থ। প্রথমে ব্যাট করে পুদুচেরি ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তোলে। পুদুচেরির হয়ে শেল্ডন জ্যাকসন ১৭ রান করেন। এই ম্যাচে কেরলের হয়ে বল হাতে শ্রীসন্থ ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

৭ বছর পর মাঠে ফিরে সেই আগের মতো আগ্রাসী বোলিং আর প্রতি ডেলিভারিতেই উইকেটের খিদে। শ্রীসন্থের প্রথম ম্যাচে এই ছবিই ধরা পড়েছে। পুদুচেরির ডানহাতি ওপেনার ফাবিদ আহমেদকে ১০ রানের মাথায় শ্রীসন্থ বোল্ড করেন। শ্রীসন্থ ছাড়া কেরলের হয়ে জলজ সাক্সেনা ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে কেরল ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয়। রবীন উথাপ্পা ২১ ও সঞ্জু স্যামসন ৩২ রান করেন।

সম্পূর্ণ হল অস্ত্রোপচার, ছবি পোস্ট করে 'দ্রুতই ফিরব' বার্তা ভারতীয় অলরাউন্ডারেরসম্পূর্ণ হল অস্ত্রোপচার, ছবি পোস্ট করে 'দ্রুতই ফিরব' বার্তা ভারতীয় অলরাউন্ডারের

English summary
Sreesanth takes his first wicket in 7 years After Comeback to cricket for Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X