For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE: বক্সিং ডে টেস্টে তৃতীয় দিনের শেষ এগিয়ে অস্ট্রেলিয়া, দিনভর লেখার লাইভ আপডেট

LIVE: বক্সিং ডে টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ১৪৮ রানে অলআউট

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে ফুটবল, দাবা থেকে হকি। খেলার দুনিয়ার তাজা আপডেট পেতে ফলে করুন মাই খেল স্পোর্টস লাইভ।

LIVE:  বছর শেষ দশ রানের গণ্ডিতে পৌঁছলেন আগেই আউট স্মিথ, দিনভর লেখার লাইভ আপডেট

Newest First Oldest First
6:15 PM, 28 Dec

জারিনের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর তাঁর সঙ্গে মেরি কম হাত না মেলানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যা নিয়ে জারিন বলেন, 'জুনিয়র হিসেবে সিনিয়রের থেকে সম্মানটুকু প্রত্যাশা ছিল।'
5:09 PM, 28 Dec

ইনজি বলেছেন, আমার অধিনায়কত্বে অবশ্য এমন কোনও অভিযোগ কানে আসেনি!
5:08 PM, 28 Dec

ইনজির অধিনায়কত্বে দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন কানেরিয়া।
5:08 PM, 28 Dec

দানিশ কানেরিয়া বিতর্কে এবার মুখ খুললেন দেশের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক।
4:12 PM, 28 Dec

দানিশকে নিয়ে ঠিক কী বলেছেন শোয়েব আখতার।
3:47 PM, 28 Dec

পয়সার জন্য দুর্নীতিগ্রস্ত কানেরিয়া যা খুশি বলতে পারে, পাল্টা নয়া অভিযোগ প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদের।
2:07 PM, 28 Dec

ম্যাচে তেলেঙ্গানার বক্সারকে মেরি ৯-১ ব্যবধানে হারালেন।
1:28 PM, 28 Dec

জারিনকে হারিয়ে টোকিও অলিম্পিকের যোগ্যতার জন্য টিকিট পেলেন মেরি কম
12:42 PM, 28 Dec

বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের থেকে সব মিলিয়ে অজিদের লিড ৪৫৬ রান।
12:29 PM, 28 Dec

চোট পাওয়া ক্রিকেটারদের এনসিএতে যাওয়া বাধ্যতামূলক, জানিয়ে দিলেন সৌরভ
11:50 AM, 28 Dec

শর্ট বলে স্মিথকে আউট করেন নিউজিল্যান্ডের নেল ওয়েগনার।
11:49 AM, 28 Dec

দ্বিতীয় ইনিংসে ১১০ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন।
11:48 AM, 28 Dec

বছর শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ইনিংসে ৭ রান করে আউট হলেন স্টিভ স্মিথ
11:25 AM, 28 Dec

নাইটহুড সম্মানে ভূষিত হতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের দুবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড
10:29 AM, 28 Dec

শুক্রবার আইএসএলের ম্যাচে জামশেদপুরকে ২-১ ব্যবধানে হারাল ওড়িশা।
9:34 AM, 28 Dec

জেমস প্যাটিনসন ৩টি ও মিচেল স্টার্ক ২টি উইকেট নিয়েছেন।
9:33 AM, 28 Dec

অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স
9:33 AM, 28 Dec

জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ১৪৮ রানে অলআউট করল অস্ট্রেলিয়া।
9:31 AM, 28 Dec

প্রথম ইনিংসে ৪৬৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া।
9:30 AM, 28 Dec

বক্সিং ডে টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া।

English summary
Sports News Live Update: aus vs nz, nz all out for 148 in 1st innings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X