For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ভারতের ১৬৫-র জবাবে নিউজিল্যান্ড ২১৬/৫, ২৫০-এ অল আউট ওড়িশা

LIVE প্রথম টেস্টে ১৬৫ রানে অল আউট ভারত, নিউজিল্যান্ডের নাছোড় ব্যাটিং

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

LIVE ভারতের ১৬৫-র জবাবে নিউজিল্যান্ড ২১৬/৫, ২৫০-এ অল আউট ওড়িশা

Newest First Oldest First
5:28 PM, 22 Feb

আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ১ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান।
5:27 PM, 22 Feb

ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে বাংলার স্কোর ৭৯। ১৬১ রানে এগিয়ে রয়েছে বাংলা।
3:36 PM, 22 Feb

উইকেট হারাল বাংলা। আউট হলেন অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ।
3:34 PM, 22 Feb

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করা ইশান্ত শর্মা শুক্রবার রাতে নাকি মাত্র ৪০ মিনিট ঘুমিয়েছিলেন।
3:33 PM, 22 Feb

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ৫ উইকেট হারিয়ে ২০০ রানে খেলছে জিম্বোবোয়ে। শতরানের কাছে অধিনায়ক গ্রেইগ আরভিন।
3:31 PM, 22 Feb

ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ইনিংস বাংলার দুই ওপেনারের মধ্যে অর্ধশতরান পার্টনারশিপ।
2:54 PM, 22 Feb

রবীন্দ্র জাদেজাকে আদর্শ মনে করেন অস্ট্রেলিয়ার অল রাউন্ডার অ্যাস্টন আগর।
2:52 PM, 22 Feb

রঞ্জির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করলেন বাংলার দুই ওপেনার।
12:36 PM, 22 Feb

ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ২১৬/৫।
12:35 PM, 22 Feb

রঞ্জির কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে ২৫০ রানে অল আউট ওড়িশা। তৃতীয় দিনে বাংলার বোলারদের দুর্দান্ত বোলিং।
11:39 AM, 22 Feb

রঞ্জির কোয়ার্টার ফাইনাল : তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ওড়িশার স্কোর ২৩০/৭।
11:33 AM, 22 Feb

কাটসুমি উসার সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগে ইস্টবেঙ্গলকে ১৭ লক্ষ টাকা জরিমানা করল ফিফা।
11:33 AM, 22 Feb

ওয়েলিংটন টেস্টে ধীরে ধারে ছন্দে ফিরছে ভারত। নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন।
11:31 AM, 22 Feb

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশার সপ্তম উইকেটের পতন। ম্যাচে প্রধান্য বিস্তার করছে বাংলা।
10:59 AM, 22 Feb

কেন উইলিয়ামসনকে আউট করলেন মহম্মদ শামি। ৮৯ রানে আউট হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
10:32 AM, 22 Feb

বাংলার দুর্দান্ত বোলিং। ওড়িশার আরও একটি উইকেটের পতন। ৬ উইকেট হারিয়ে চাপে হোম টিম।
10:27 AM, 22 Feb

রস টেলরের উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে তৃতীয় ধাক্কা দিলেন দুরন্ত ইশান্ত শর্মা।
10:09 AM, 22 Feb

নিজের টেস্ট কেরিয়ারে প্রথমবার রান আউট হলেন অজিঙ্ক রাহানে।
10:08 AM, 22 Feb

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনে ওড়িশার পঞ্চম উইকেটের পতন। লড়ছে বাংলা।
9:31 AM, 22 Feb

কেন উইলিয়ামসনের অর্ধশতরান।
9:28 AM, 22 Feb

এশিয়া একাদশের টি-টোয়েন্টি দলের জন্য বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও মহম্মদ শামির নাম পাঠাল বিসিসিআই।
9:27 AM, 22 Feb

আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদেরই মাটিতে খেলতে নামছে এটিকে।
9:26 AM, 22 Feb

আইএসএলে মুম্বই সিটি এফসি-কে হারাল চেন্নাইয়ান এফসি। খেলার ফল ১-০।
9:26 AM, 22 Feb

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে ওড়িশার বিরুদ্ধে লিড নিতে মরিয়া বাংলা।
9:25 AM, 22 Feb

ভারতের হয়ে ২ উইকেট নিয়েছেন পেসার ইশান্ত শর্মা।
9:25 AM, 22 Feb

রস টেলরের সঙ্গে ক্রিজে রয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।
9:24 AM, 22 Feb

জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
9:24 AM, 22 Feb

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬৫ রানে অল আউট ভারত।

English summary
Sports News LIVE Update: 22nd February Sports News live updates in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X