For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE দিন-রাতের টেস্টের জন্য ইডেনে প্রথম চার দিনের টিকিট শেষ, ইডেন কেমন সেজে উঠেছে ছবিতে দেখুন

LIVE দিন-রাতের টেস্টের জন্য ইডেনে প্রথম চার দিনের টিকিট শেষ, খেলার আরও খবরে চোখ রাখুন

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, সারা দিনের খেলার খবরের আপডেট পেতে চোখ রাখুন। কোন খেলার কী ফল, কে কী বললেন, দেখে নিন এক নজরে।

দিন-রাতের টেস্টের জন্য ইডেনে প্রথম চার দিনের টিকিট শেষ, ইডেন কেমন সেজে উঠেছে ছবিতে দেখুন

Newest First Oldest First
8:47 PM, 20 Nov

এদিন ইডেন জুড়ে পিঙ্ক বল টেস্টের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। হিলিয়াম বেলুন থেকে ইলেকট্রনিক স্কোরবোর্ড গোলাপি রঙে রাঙিয়ে তোলা হয়েছে। চলছে ইলেকট্রনিক স্কোরবোর্ডের শেষ মুহূর্তে কাজ। যেখানে ইতিমধ্য়েই দুই দলের অধিনায়ক বিরাট ও মমিনউলের নাম গোলাপি অক্ষরে লেখা হয়েছে। বাকি ক্রিকেটারদের নামও গোলাপি রঙে লেখার কাজ চলছে।
8:47 PM, 20 Nov

এদিন সোনারপুরের এক হোমে গিয়ে এইচআইভি আক্রান্ত শিশুদের পিঙ্ক বলে টেস্ট দেখার আমন্ত্রণ জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট এইচআইভি আক্রান্ত শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটান। ২২ তারিখ মাঠে এসে খেলা দেখবেন শিশুরা।
6:36 PM, 20 Nov

পরে বাংলাদেশের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে করমর্দন করে সৌরভ। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে পিচ নিয়ে কথাও বলেন।
6:35 PM, 20 Nov

বুধবার বাংলাদেশের অনুশীলন শেষ হতেই মহারাজকীয় ঢঙে ইডেন গার্ডেন্স পিচ দেখলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
5:03 PM, 20 Nov

দিন রাতের টেস্টে সুযোগ পাওয়ার আগেই ছিটকে গেলেন বাংলাদেশ দলের প্রতিভাবান ওপেনার সাইফ হাসান। প্রস্তুতির সময় আঙুলে চোট পাওয়ায় ইডেনে তাঁর অভিষেক সম্ভাবনা শেষ হয়ে গেল বলা চলে। ইডেনে গোলাপি বলে ভারতের মাটিতে হতে চলা দিন রাতের টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে অভিষেক করার সুযোগের সামনে ছিলেন হাসান।
4:25 PM, 20 Nov

গোলাপি আভায় মুড়ে ফেলা হয়েছে ময়দান চত্ত্বর। দেখুন ভিডিও
4:24 PM, 20 Nov

গোলাপি বলে টেস্টে জন্য সেজে উঠেছে ইডেন, দেখুন ছবি
View this post on Instagram

Eden in a sunset hue 🌅 #INDvBAN #PinkBallTest

A post shared by Team India (@indiancricketteam) on

4:20 PM, 20 Nov

ক্রাইম পার্টনার ধোনির সঙ্গে ছবি পোস্ট করলেন বিরাট কোহলি।
2:55 PM, 20 Nov

পিপিলস ফর দ্য এথিক্য়াল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস বা পিইটিএ ইন্ডিয়ার বিচারের বছরের সেরা ব্য়ক্তিত্ব বিরাট কোহলি।
12:45 PM, 20 Nov

লাল বলের টেস্টের থেকে আলাদা হলে গোলাপি বলের ম্যাচের চরিত্র, বললেন সুনীল গাভাস্কর।
12:43 PM, 20 Nov

টোটেনহাম হটসপরের ম্য়ানেজার হলেন জোসো মারিনহো।
12:43 PM, 20 Nov

২০২০-র টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও ২০ ওভারের ক্রিকেট খেলে যেতে চান শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।
11:08 AM, 20 Nov

কোরিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় শাটলার কিদাম্বী শ্রীকান্ত ও সমীর বর্মা।
11:06 AM, 20 Nov

কেবল গোলাপি বল টেস্টের জনপ্রিয়তা বাড়াতে পারবে না বলে মনে করেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং।
9:30 AM, 20 Nov

গোলাপি বলের টেস্ট খেলানোর জন্য আম্পায়ারদের বিশেষ দক্ষতা প্রয়োজন। বললেন প্রাক্তন আম্পায়ার সাইমন টফল।
9:29 AM, 20 Nov

ভারতীয় তারকা রোহিত শর্মাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।
9:28 AM, 20 Nov

কাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতের দল ঘোষণা হতে পারে।
9:27 AM, 20 Nov

দিন-রাতের টেস্টের জন্য ইডেনে প্রথম চার দিনের টিকিট শেষ বলে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
Sports Live: Sports news update of 20 november 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X