For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই টেস্টে ক্যামেরা বিভ্রাটে দেদার মজায় বিরাট-অশ্বিনরা! বোথামকে টপকে আজাজের রেকর্ড

Google Oneindia Bengali News

মুম্বই টেস্টের তৃতীয় দিনে ঘটল অভাবনীয় কাণ্ড। যার জেরে আগেই নিতে হল চা বিরতি। জয়ের জন্য ৫৪০ রানের অসম্ভব টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ ওভারের শেষ বলে রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোর হন কিউয়ি অধিনায়ক টম লাথাম। তিনি রিভিউ নিয়েও রক্ষা পাননি। যদিও এরপরই ক্যামেরা বিভ্রাট।

মুম্বই টেস্টে ক্যামেরা বিভ্রাটে দেদার মজায় বিরাট-অশ্বিনরা! বোথামকে টপকে আজাজের রেকর্ড

স্পাইডার ক্যামেরা বিভ্রাটের নজিরবিহীন ঘটনা ঘটল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পিচের কাছাকাছি নেমে সেটি আটকে যায়। কিছুতেই সেটিকে উপরে তুলে আনা যাচ্ছিল না। এরপরই নির্ধারিত সময়ের আগেই চা বিরতি ঘোষণা করে দেন আম্পায়াররা।

চা বিরতিতে ভারত তখন জয় থেকে মাত্র ৯ উইকেট দূরে। বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনদের দেখা যায় স্পাইডার ক্যামেরাটিকে নিয়ে মজায় মাততে। ফুটেজে দেখা গিয়েছে বিরাট কোহলি স্পাইডার-ক্যামকে নির্দেশ দিচ্ছেন উপরে উঠে যাওয়ার জন্য। যদিও চা বিরতির পর খেলা শুরু হতে কোনও সমস্যা হয়নি। রবিচন্দ্রন অশ্বিন আরও দুটি উইকেট তুলে নিয়ে চলতি বছর টেস্টে ৫০তম উইকেটটি পেয়ে যান।

মুম্বই টেস্টে ক্যামেরা বিভ্রাটে দেদার মজায় বিরাট-অশ্বিনরা! বোথামকে টপকে আজাজের রেকর্ড

চা বিরতির আগে আউট হয়েছিলেন টম লাথাম। ১৪.৩ ওভারে অশ্বিনের বলেই অপর ওপেনার উইল ইয়ংয়ের ক্যাচ ধরেন পরিবর্ত হিসেবে নামা সূর্যকুমার যাদব। ইয়ং করেন ৪১ বলে ২০। রস টেলরের ব্যর্থতা অব্যাহত। ১৭তম ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ৬ রানে আউট হন টেলর। অশ্বিনের বলে এই ক্যাচটি অনবদ্যভাবে তালুবন্দি করেন চেতেশ্বর পূজারা। ৪৫ রানে দ্বিতীয় ও ৫৫ রানে তৃতীয় উইকেট পড়ে কিউয়িদের। এরপর থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ড্যারিল মিচেল ও হেনরি নিকোলস। ব্যাটিং করার সময় এদিন হাতে চোট পেয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। গতকাল ফিল্ডিংয়ের সময় চোটে পেয়েছিলেন শুভমান গিলও। দুজনের কেউই আজ আর ফিল্ডিং করতে নামেননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিসিসিআই।

মুম্বই টেস্টে ক্যামেরা বিভ্রাটে দেদার মজায় বিরাট-অশ্বিনরা! বোথামকে টপকে আজাজের রেকর্ড

এদিকে, প্রথম ইনিংসে ১০ উইকেট পাওয়ার পর ভারতের দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নেন আজাজ প্যাটেল। তিনটি মেডেন-সহ ২৬ ওভারে ১০৬ রান দিয়ে এই চারটি উইকেট তিনি দখল করেন। ফলে ম্যাচে তাঁর উইকেট সংখ্যা হলো ১৪। ভারত সফরে আসা কোনও দলের কোনও বোলার এর আগে কোনও টেস্টে ভারতের বিরুদ্ধে ১৪ উইকেট নিতে পারেননি। জিম লেকার ও অনিল কুম্বলে ১০ উইকেট পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে, আজাজ পান প্রথম ইনিংসে। মুম্বই টেস্টে ৭৩.৫ ওভার বল করেছেন আজাজ। তার মধ্যে ১৫টি মেডেন, ২২৫ রান দিয়ে ১৪ উইকেট। ইকনমি ৩.০৪, গড় ১৬.০৭, স্ট্রাইক রেট ৩১.৬। এর আগে ১৯৮০ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ভারতের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৩টি উইকেট নিয়েছিলেন ইয়ান বোথাম। সেই রেকর্ড এদিন ভাঙলেন আজাজ।

English summary
Ajaj Patel Has Registered Best Bowling Figures Of 14 For 225 Against India In The Mumbai Test. The Spider Camera Got Stuck Near The Pitch Which Prompted The Umpires To Call For Early Tea On Day 3.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X