For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে ভারত-শ্রীলঙ্কা ODI ম্যাচের পর মিলবে বিশেষ ট্রেন, থাকছে মেট্রো পরিষেবাও

Google Oneindia Bengali News

কাল ভারত-শ্রীলঙ্কা প্রথম একদিনের আন্তর্জাতিক। এই ম্যাচটি খেলে বুধবার কলকাতায় পা রাখবে রোহিত শর্মা ও দাসুন শনাকার দল। একদিনের সিরিজের ম্য়াচগুলি শুরু হবে বেলা দেড়টা থেকে। বৃহস্পতিবার ইডেনে ম্য়াচ দেখে রাতে যাতে দর্শকদের বাড়ি ফিরতে অসুবিধা না হয় সে কারণে বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে।

ইডেনে ভারত-শ্রীলঙ্কা ODI ম্যাচের পর মিলবে বিশেষ ট্রেন

পূর্ব রেলওয়ে ও কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, এসপ্ল্যানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ পর্যন্ত দুটি ট্রেন থাকবে ইডেন-ফেরত দর্শকদের জন্য। সব স্টেশনেই ট্রেন দুটি থামবে। পূর্ব রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, দর্শকদের ভিড় সামাল দিতে প্রিন্সেপ ঘাট থেকে বারাসাত পর্যন্ত ১২ কোচের একটি অতিরিক্ত ইএমইউ ট্রেন চালানো হবে।

প্রিন্সেপ ঘাট থেকে ট্রেনটি ছাড়বে রাত ১০টা ৩৫ মিনিটে। ইডেন গার্ডেন্স, বিবাদী বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটী, মধ্যমগ্রাম হয়ে বারাসাত স্টেশনে ট্রেনটি পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে। পথিমধ্যে সমস্ত স্টেশনেই ট্রেনটি দাঁড়াবে বলে পূর্ব রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে।

চলতি বছর বিশ্বকাপ রয়েছে। এখনও অবধি যা ক্রীড়াসূচি তা অনুযায়ী, বিশ্বকাপের আগে এই নিয়ে শেষবার ভারত ইডেন গার্ডেন্সে কোনও ম্যাচ খেলবে। ইডেনে বাতিস্তম্ভের আলো বদলানো হয়েছে। এলইডি আলো লাগানো হয়েছে। ফলে আলো নিভলেও তা জ্বলতে এখন আর সময় বিশেষ লাগে না। বিশ্বকাপের জন্য ইডেনে সংস্কার কাজ চলছে। তার মধ্যেই এই আন্তর্জাতিক ম্য়াচ। এরপর আইপিএলও রয়েছে। ইডেনে নতুন আলো লাগানোর পর এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এর আগে ইডেনে লেজেন্ডস লিগের খেলা হয়েছে। ঘরোয়া ক্রিকেটের ম্যাচও নৈশালোকে হয়েছে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের বিরতিতে কয়েক মিনিটের লেজার শো-র পরিকল্পনা রয়েছে সিএবির, যেমনটা হয়েছিল লেজেন্ডস লিগ চলাকালীন। ইডেন ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬৫০, ১০০০ ও ১৫০০ টাকার।

English summary
Special Train And Metro Rail Service After India vs Sri Lanka 2nd ODI At Eden Gardens. Both The Teams Will Reach Kolkata On Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X