For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্প্যানিশ আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টনে দেশের মুখ উজ্জ্বল করলেন মানসী জোশী-প্রমোদ ভগৎরা

স্প্যানিশ আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টনে দেশের মুখ উজ্জ্বল করলেন মানসী জোশী-প্রমোদ ভগৎরা

Google Oneindia Bengali News

সর্বমোট ২১টি পদক নিয়ে স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে অভিযান শেষ করল ভারত। এই ইভেন্টে একটি করে সোনা জেতেন মানসী জোশী এবং নিত্য শ্রী। টোকিও প্যারালিম্পিকে সোনা জয়ী প্রমোদ ভগৎ হলুদ পদক না পেলেও দু'টি রূপো এবং একটি ব্রোঞ্জ জিতেছেন এই ইভেন্টে।

স্প্যানিশ আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টনে দেশের মুখ উজ্জ্বল করলেন মানসী জোশী-প্রমোদ ভগৎরা

প্যারা ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর তারকা জোশী (এসএল ৩) এবং শ্রী (এসএল ৬) ছাড়াও এই ইভেন্টে ভারতের হয়ে সোনা জিতেছেন আরও চার জন। ছয়টি সোনার পাশাপাশি সাতটি রূপো এবং আটটি ব্রোঞ্জ এই লেভেল ওয়ান টুর্নামেন্ট থেকে জিতেছে ভারত।

জোশী এবং শ্রী ছাড়া যাঁরা দেশকে সোনা এনে দিয়েছেন তাঁরা হলেন রাজা/কৃষ্ণ (পুরুষদের ডবলস এসএল ৬), রাজ/পারুল (মিক্সড ডবলস এসএল ৩-এসইউ ৫), চিরাগ/রাজ (পুরুষদের ডবলস এসইউ ৫) এবং নীতিশ/তরুণ (পুরুষদের ডবলস এসএল ৩-এসএল ৪)।

প্যারা ব্যাডমিন্টন এসএল ৩ পুরুষদের ক্রমতালিকায় বিশ্ব সেরা প্রমোদ ভগৎ যেখানে দুইটি রূপো এবং একটি ব্রোঞ্জ জিতেছেন সেখানে দ্বিতীয় স্থানে থাকা সুকান্ত কদম (এসএল ৪) এই ইভেন্ট থেকে একটি মাত্র ব্রোঞ্জ অর্জন করতে পেরেছেন। ভারতের হয়ে আর যাঁরা রূপো জিতেছেন তাঁরা হলেন তরুণ ধিলোন (পুরুষদের সিঙ্গলস এসএল ৪), কৃষ্ণ নগর (পুরুষদের সিঙ্গলস এসএল ৬), মনদীপ কৌর (মহিলাদের সিঙ্গলস, এসএল ৩), মানসি/রুথিক (মিক্সড ডবল এসএল ৩-এসইউ ৫), হার্দিক/রুথিক (পুরুষদের ডবলস, এসইউ ৫) এবং মনোজ/ভগৎ (পুরুষদের ডবলস, এসএল ৩-এসএল ৪)।

ভারতের হয়ে ব্রোঞ্জ পদকজয়ীরা হলেন, নীতিশ কুমার (পুরুষদের সিঙ্গলস এসএল ৩), মনোজ (পুরুষদের সিঙ্গলস এসএল ৩), নীলেশ গায়েকোয়াড় (পুরুষদের সিঙ্গলস এসএল ৪), পারুল পারমার (মহিলাদের সিঙ্গলস এসএল ৩), ভগৎ/কোহলি (মিক্সড ডবল এসএল ৩-এসইউ ৫), আরওয়াজ/দীপ (পুরুষদের ডবলস, এসএল ৩-এসএল ৪) এবং প্রেম আলে/আহু হুবাইদা (পুরুষদের ডবলস, ডাব্লিউ এইচ ১-ডাব্লিউ এইচ ২)।

ভারতকে তিনটি পদক (দু'টি রূপো এবং একটি ব্রোঞ্জ) এনে দিলেও সোনা জিততে না পারায় নিজের পারফরম্যান্সে খুশি নন প্রমোদ ভগৎ। টোকিও প্যারালিম্পিকে সোনা জয়ী তারকা নিজের হতাশা আড়ল করেননি। তিনি বলেছেন, "একটা কঠিন সপ্তাহ কাটালাম। আমি যেমনটা পরিকল্পনা করেছিলাম তেমনটা বাস্তবায়িত করতে পারিনি। আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং খুব শীঘ্রই ওইগুলোর উপর কাজ করা শুরু করব। মাথা স্থির রেখে আসন্ন প্রতিযোগীতাগুলির জন্য প্রস্তুতি শুরু করব।

English summary
India bags total 21 medals in Spanish para badminton international. manasi joshi and other five won gold for India while Tokyo Paralympics gold winner Promod Bhagat secured two silvers and a bronze.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X